বরানগর: তিলকে তালে পরিণত করা৷ বহুল ব্যবহারে জীর্ণ প্রবাদটাকেই ফের সত্য করে তুললো এক যুবক৷ ঘুড়ি ওড়ানো নিয়ে বচসার জেরে বাবা ও ছেলেকে ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। যার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বরানগর থানা এলাকায়৷ লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে৷
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বরানগর থানা এলাকার নোয়াপাড়া মৎসজীবী কলোনিতে ঘটনাটি ঘটে শুক্রবার বিকেলে৷ স্থানীয় বাসিন্দা অজিত রাজবংশী নামে এক যুবক পাশের শরৎ চন্দ্র ধর রোডের বাসিন্দা সুখদেব হালদার ও সুশান্ত হালদারের বাড়িতে গতকাল বিকেলে ঘুড়ি ওড়াতে যান। সে সময় হালদার পরিবার তাকে বাধা দিলে প্রথমে বচসা শুরু হয়৷
অভিযোগ, বচসা চলাকালীন অজিত আচমকায় সুখদেব হালদার ও সুশান্ত হালদারকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এই ঘটনায় গুরুতর আহত হয় সুখদেব ও সুশান্ত। গোটা ঘটনার বিবরণ দিয়ে হালদার পরিবারের তরফে বরানগর থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে রাতেই বরানগর থানার পুলিশ অভিযুক্ত অজিত রাজবংশীকে গ্রেফতার করেছে। আজ শনিবার ধৃতকে ব্যারাকপুর আদালতে তোলা হবে। এদিকে ঘুড়ি ওড়ানোকে কেন্দ্র করে বচসা, ছাদ থেকে ফেলে দেওয়া এবং মামলা-আদালত, সব মিলিয়ে এলাকায় তৈরি হয়েছে অস্থিরতা৷ বাসিন্দাদের অনেকেই বলছেন, দু’পক্ষই সমান৷ তারই জেরে সামান্য ঘটনাকে কেন্দ্র করে একপক্ষকে যেতে হল হাসপাতালে অন্যপক্ষকে গারদে৷