কমিউনিস্টদের কপালে আরও মার নাচ্ছে, JNU-কাণ্ডে হুমকি দিলীপের

কমিউনিস্টদের কপালে আরও মার নাচ্ছে, JNU-কাণ্ডে হুমকি দিলীপের

কাটোয়া: সারা দেশে কমিউনিস্টদের মারা শুরু হয়েছে৷ এই মন্তব্য করে, জে এন ইউ-এ অভিযুক্ত এ বি ভি পি-এর পাশে দাঁড়িয়েছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ৷

বর্ধমানের কাটোয়ার তিনি বলেছেন, ‘‘যখন যাদবপুর  ইউনিভার্সিটিতে আমাদের মন্ত্রীকে (কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়) মারা হল তখন মমতার বিবেক জাগে নি৷ তার কাছ থেকে নিন্দা শুনিনি৷ রাজ্যপালকে যখন গো-ব্যাক করা হল তখন কোন প্রতিবাদ হয় নি৷’’

দিলীপ আরও  বলেন, ‘‘দেখতে হবে ইউনিভার্সিটিতে কাদের আখড়া৷ সেখানে যদি মারপিট হয় অস্বাভাবিক কিছু নয়৷মমতা ব্যানার্জি যে মায়াকান্না করছে এটা খুব সন্দেহ জায়গায় আমাদের যে উনি কার হয়ে দাঁড়াচ্ছেন৷ যারা যারা সংস্কৃতির বিরুদ্ধে তাদের জন্য ওনার হৃদয় কাঁপে৷’’

দিলীপের আরও বক্তব্য, ‘‘আমার মনে আছে চল্লিশ বছর আগে পশ্চিমবাংলায় কলেজে নির্বাচন হলে তখন সিপিএমের এস এফ আইএর ছেলেরা দৌড় করিয়ে মারতো৷ গত তিনবছর ইলেকশান বন্ধ করেছিল মারপিটের জন্য, মেয়েদের কাপড় ছিঁড়ে দিয়েছিল৷ বিদ্যার্থী পরিষদের ছেলেদের হাত-পা ভেঙে দিয়েছে৷ তখন মমতার কুম্ভিরাশ্রু কোথায় ছিল?’’

এর পর দিলীপ যা বলেছেন, তা শুনলে অনেকেরই গায়ে কাঁটা দেবে, ‘‘এটা ঠিক যে কম্যুনিস্টদের মারা শুরু হয়েছে এদেশে৷ তাদের এটা পাওনাই  আছে৷ তারা যা ব্যবহার করেছে এটা অস্বাভাবিক কিছু নয়৷’’ কাটোয়ায় দলীয় সভা সেরে কৃষ্ণনগর যাওয়ার পথে দিলীপ ঘোষ সাংবাদিকদের বলেন৷ যা ইতিমধ্যে আলোড়ন ফেলেছে৷

জে এন ইউ এর ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক৷ স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ নিজেই তদন্তের নির্দেশ দিয়েছেন৷ যে এন ইউ ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ গুরুতর আহত৷ এই পরিপ্রেক্ষিতে দিলীপের এই মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে হলেও, তিনি কমুনিস্টদের মারধরের যে ইঙ্গিত দিয়েছেন তাকে বিপদজনক বলেছেন অনেকেই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *