রাখির দিনে হাতে ‘হাতকড়া’! কেষ্ট গ্রেফতার হতেই অন্য রূপে বোলপুর

রাখির দিনে হাতে ‘হাতকড়া’! কেষ্ট গ্রেফতার হতেই অন্য রূপে বোলপুর

বোলপুর:  ঘড়িতে তখনও ১০টা বাজেনি৷ অনুব্রত মণ্ডলের নীচুপট্টির বাড়ির সামনে পর পর এসে দাঁড়ায় সিবিআই-এর গাড়ি৷ নীল রং-এর প্রাসদপম বাড়ির বিশাল কমলা গেটের সামনে দাঁড়ায় কেন্দ্রীয় বাহিনীর জনা চারেক জওয়ান৷ এর পর গোটা বাড়ি ঘিরে ফেল সিআরপিএফ জওয়ানরা৷ বাড়ির ভিতরে ঢুকে পড়েন সিবিআই অধিকারিকরা৷ ভিতর থেকে তালা মারা হয় সকল গেটে৷ এদিকে, কেষ্টর বাড়িতে সিবিআই হানার খবর পেয়েই পিল পিল করে আসতে থাকে আশেপাশের মানুষ৷ 

আরও পড়ুন- রাত থেকেই ‘অ্যাকশন’! পূর্ব পরিকল্পনা করেই অনুব্রতের বাড়িতে সিবিআই

এক সময় যে নেতার দাপটে এলাকায় বাঘে-গরুতে এক ঘাটে জল খেত, তাঁর বাড়ির সামনে এই দৃশ্য বোলপুরের মানুষের কাছে অচেনা৷ খবর চাউর হতেই শোরগোল৷ বাজার-ঘাট করতে আসা মানুষ থেকে পাড়া-পড়শি, মুদি-চা দোকানের ক্রেতা-বিক্রেতাদের চোখেমুখে ধরা পড়ে বিস্ময়ের ছাপ! এ দৃশ্য ছিল তাঁদের কাছে অকল্পনীয়। অনুব্রতর বাড়িতে সিবিআই হানা দিতেই উল্কাগতিতে সে খবর ছড়িয়ে পড়ে গোটা বীরভূম জুড়ে।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − seven =