চিকিৎসায় ডিপ্লোমা কোর্স বাস্তবায়নে পদক্ষেপ, বিশেষ কমিটি গঠন রাজ্যের

চিকিৎসায় ডিপ্লোমা কোর্স বাস্তবায়নে পদক্ষেপ, বিশেষ কমিটি গঠন রাজ্যের

কলকাতা: গত বৃহস্পতিবার নবান্ন হওয়া রিভিউ মিটিংয়ে বড় প্রস্তাব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডাক্তারিতে ডিপ্লোমা কোর্স চালু করার পক্ষে সওয়াল করেছেন তিনি। ইঞ্জিনিয়ারিংয়ে যেমন ডিপ্লোমা কোর্স হয়, ডাক্তারিতেও সেই রকম ডিপ্লোমা কোর্স চালু করা যায় কিনা, তাই দেখতে পরামর্শ তাঁর। এই বিষয় নিয়ে আপাতত ব্যাপক সমালোচনা হলেও প্রস্তাবটির বাস্তবায়ন হয় কিনা তা জানতে বিশেষ কমিটি গঠন করল রাজ্য। 

রাজ্যের স্বাস্থ্য দফতর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই আছে। সেই প্রেক্ষিতে তাঁর নির্দেশ পালন করতে ১৫ জন বিশেষজ্ঞ চিকিৎসককে নিয়ে তৈরি হয়েছে এই বিশেষ কমিটি। তারা খতিয়ে দেখবে যে ৩ বছরে চিকিৎসক ‘বানানো’ সম্ভব কিনা। স্বাস্থ্য ভবন জানিয়েছে, ৩ বছরের মেডিক্যালের কোর্স শুরু করা যেতে পারে কিনা তা দেখতেই এই কমিটি গঠন হয়েছে। আগামী ৩০ দিনের মধ্যে রিপোর্ট জমা দেবে এই কমিটি। উল্লেখ্য, চিকিৎসক হওয়ার জন্য এ দেশে ন্যূনতম ৫ বছরের প্রশিক্ষণ দরকার হয়। তারপরই মেলে এমবিবিএস ডিগ্রি। তবে এই প্রস্তাবে মুখ্যমন্ত্রী চান ৩ বছরের মধ্যে সবরকম প্রয়োজনীয় প্রশিক্ষণ নিয়ে ‘চিকিৎসক’ তৈরি করতে।