commission
নয়াদিল্লি: সমুখেই লোকসভা ভোট। নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ না হলেও, সম্ভবত ভোট শুরু এপ্রিল মাসে৷ এবারের লোকসভা নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহারের চিন্তা ভাবনা করছে জাতীয় নির্বাচন কমিশন৷ বুথ জ্যাম থেকে ছাপ্পা ভোট, একাধিক সমস্যা রুখতে আর্টিফিশিয়াল ইন্টেলজেন্সের উপর ভরসা করা হবে। যে সব বুথে ওয়েব কাস্ট করা হবে, সেখানে এআই ব্যবহার করা হবে। ভোট প্রক্রিয়ায় কোনও গরমিল দেখা দিলেই সংকেত পাঠাবে এআই৷ ইতিমধ্যেই ওয়েব কাস্টিং নিয়ে ই-টেন্ডার ডেকেছে কমিশন। লোকসভা এবং বিধানসভা ভোটে স্বচ্ছতা আনতে ওয়েব কাস্টিং শুরু করা হয়েছিল৷ কিন্তু ওয়েবকাস্ট নিয়ে বহুবার অভিযোগ উঠেছে। সেই সমস্যা মেটাতেই এবার সরাসরি এআইI প্রযুক্তি ব্যবহার করতে চাইছে জাতীয় নির্বাচন কমিশন।