তৃণমূলের বিরুদ্ধে এফআইয়ার কমিশনের, করোনা বিধি নিয়ে প্রশ্ন

তৃণমূলের বিরুদ্ধে এফআইয়ার কমিশনের, করোনা বিধি নিয়ে প্রশ্ন

da7c37c3989cd472e2c5c2f4389a115d

 

কলকাতা: ট্রেন্ড যা তাতে তৃণমূল যে ক্ষমতায় আসছে তা স্পষ্ট। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জায়গায় উৎসবের আমেজ তৈরি হয়েছে। কিন্তু করোনা বিধি মানা হচ্ছে না বলেই অভিযোগ উঠছে সব জায়গায়। এই প্রেক্ষিতেই নির্বাচনীবিধি ভঙ্গের অভিযোগ দায়ের করল কমিশন। বিজয় মিছিল নিয়ে FIR রুজু করল নির্বাচন কমিশন। যে থানা এলাকায় এই ধরণের ঘটনা ঘটছে সেইস থানার ওসিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার কথা বলেছে নির্বাচন কমিশন। সাসপেন্ড করাও হতে পারে তাদের। 

আপাতত যে দিকে হাওয়া বইছে তাতে একটা বিষয় স্পষ্ট যে ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল কংগ্রেস। আসনের ব্যবধান কিছুটা কমলেও বিজেপি যে ক্ষমতা থেকে অনেক দূরে তা স্পষ্ট করেই বোঝা যাচ্ছে। সেই প্রেক্ষিতে ইতিমধ্যেই ফাঁকা হতে শুরু করেছে রাজ্য বিজেপির দফতর। ভিড় বাড়তে শুরু করেছে কালীঘাটে। যদিও হাওয়া তৃণমূলের পালে বইলেও এখনো পর্যন্ত পিছিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, বিজেপিতে যোগ দেওয়ার পরেই শুভেন্দু অধিকারী কার্যত চ্যালেঞ্জ করে বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে তিনি কমপক্ষে হাফ লক্ষ ভোটে হারবেন। সেই প্রেক্ষিতে আপাতত ভোট গণনার যা হল তাতে নিজের মত সুবিধাজনক জায়গায় রয়েছেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী। তবে হলফ করে বলা যায়, এখনো পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তে আসার কোনো জায়গাই আসেনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *