আসছে ভোট, কমছে বাস! দুর্ভোগের আশঙ্কা

কলকাতা: লোকসভা ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা না হলেও বিক্ষিপ্তভাবে বাসের রিক্যুইজিশন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। বহু জায়গাতেই আবার মালিকদের বাস দেওয়ার কথা মৌখিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে। প্রশাসনিক এই তৎপরতার মধ্যেই মালিক মহলে ভোটের জন্য দেওয়া বাসের ভাড়া বৃদ্ধির দাবি উঠতে শুরু করেছে। মালিকদের একটি সংগঠন এ নিয়ে ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে চিঠিও দিয়েছে। বাকিরাও কয়েকদিনের মধ্যে

4e241cde92f738dc22042de4ecd4b71c

আসছে ভোট, কমছে বাস! দুর্ভোগের আশঙ্কা

কলকাতা: লোকসভা ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা না হলেও বিক্ষিপ্তভাবে বাসের রিক্যুইজিশন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। বহু জায়গাতেই আবার মালিকদের বাস দেওয়ার কথা মৌখিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে। প্রশাসনিক এই তৎপরতার মধ্যেই মালিক মহলে ভোটের জন্য দেওয়া বাসের ভাড়া বৃদ্ধির দাবি উঠতে শুরু করেছে।

মালিকদের একটি সংগঠন এ নিয়ে ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে চিঠিও দিয়েছে। বাকিরাও কয়েকদিনের মধ্যে একই দাবিতে চিঠি দেবে বলে জানিয়েছে। সব মিলিয়ে ভোটের দিনক্ষণ শুরুর আগেই বাস তোলা এবং ভাড়া নিয়ে তৎপরতা বেড়েছে। একই সঙ্গে তৈরি হচ্ছে ভোগান্তির আশঙ্কাও।

বাস মালিকদের বক্তব্য, ভোটে একটি বাসকে কখনও কখনও একাধিক পর্বের নির্বাচনে ব্যবহার করা হয়। ফলে এক জায়গায় কাজ মিটিয়ে অন্যত্র ছুটতে হয় বাসগুলিকে। দু’-এক দিনের পরিবর্তে বেশি দিনের জন্য বাস নিলে সাধারণ যাত্রীদের ভোগান্তি যে কিছুটা হবে, তা বলছেন মালিকরাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *