আসছে ফনি, মাথায় রাখুন অত্যন্ত জরুরি কিছু বিষয়

আজ বিকেল: ধেয়ে আসছে ফনি, তা থেকে বাঁচতে বেশকিছু নিয়মবালী তো প্রত্যেকের মেনে চলতে হবে। ফনির ভয়াবহতা কল্পনা করে আগাম কিছু সতর্কতা নেওয়াও জরুরি। কেননা আমরা কেউই জানি না বিপদ কখন কোনদিক থেকে কীভাবে আসতে পারে। তাই এখানে রইল সাবধানতা অবলম্বনের কিছু নিয়মাবলী। কী করবেন, কী নয়! বোঝাতে ভিডিও জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তরের। সাইক্লোনের আগে

আসছে ফনি, মাথায় রাখুন অত্যন্ত জরুরি কিছু বিষয়

আজ বিকেল: ধেয়ে আসছে ফনি, তা থেকে বাঁচতে বেশকিছু নিয়মবালী তো প্রত্যেকের মেনে চলতে হবে। ফনির ভয়াবহতা কল্পনা করে আগাম কিছু সতর্কতা নেওয়াও জরুরি। কেননা আমরা কেউই জানি না বিপদ কখন কোনদিক থেকে কীভাবে আসতে পারে। তাই এখানে রইল সাবধানতা অবলম্বনের কিছু নিয়মাবলী। কী করবেন, কী নয়! বোঝাতে ভিডিও জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তরের।

সাইক্লোনের আগে

    • এই বিপর্যয়ের আগে মনকে শান্ত রাখুন, গুজবে কান দেবেন না। অযথা আতঙ্ক ছড়াবেন না।
    • বিপর্য়ের সময় জরুরি পরিষেবা পেতে নিজের মোবাইল ফোনটিকে চার্জ দিয়ে রাখুন। বেশিক্ষণ চার্জড রাখতে কল করার বদলে এসএমএস ব্যবহার করুন।
    • জল নিরোধক পাত্রে যাবতীয় গুরুত্বপূর্ণ ও গোপনীয় নথিপত্র সরিয়ে রাখুন।
    • নিরাপত্তার জন্য ও বিপর্যয়ের মধ্যে সুস্থ থাকার জন্য আপতকালীন পরিস্থিতি মোকাবিলার জন্য একটি মেডিক্যাল কিট তৈরি রাখুন।
    • প্রতিমুহূর্তে আবহাওয়ার গতিবিধি জানতে টিভি, রেডিও, ইন্টারনেট, খবরের কাগজ পড়ুন।
    • বাড়িকে নিরাপদ রাখুন, কোনও রকম নির্মাণ কাজ চললে তা শিগির সম্পূর্ণ করুন নাহলে বন্ধ রাখুন। কোনও ধারাল, তীক্ষ্ন বস্তুকে আলগাভাবে রাখবেন না, নাহলে ঝড়ের সময় বিপদ বাড়বে বৈ কমবে না৷

সাইক্লোনের সময় ও পরের সাবধানতা

যদি বাড়িতে থাকেন

        • রান্নার গ্যাসের সিলিন্ডার বন্ধ রাখুন। বাড়ির বিদ্যুতের মেন সুইচ অফ রাখুন।
        • দরজা জানলা বন্ধ রাখুন।
        • যদি বাড়ির পরিস্থিতি খুব একটা ভাল না হয় তাহলে অবশ্যই ঝড়ের আগে বাড়ি ছাড়ুন। নাহলে সুপার সাইক্লোনে এই বাড়িই বড়সড় বিপদের কারণ হতে পারে।
        • আবহাওয়ার গতিবিধি ও জরুরি পরিষেবার খবর পেতে রেডিওকে সচল রাখুন।
        • পানীয়জল এই সময় বিষিয়ে যেতে পারে তাই পানের জন্য গরম জল তৈরি রাখুন।
        • একমাত্র প্রশাসনিক সাবধান বাণী কানে গেলেই বিশ্বাস করবেন কোনওরকম গুজবে কান দেবেন না।

 

রাজ্য সরকারের তরফে চালু করা হয়েছে বিপর্যয় ব্যবস্থাপনা ও অসামরিক প্রতিরক্ষা বিভাগের হেল্প লাইন।

  • হেল্প লাইন নম্বর-১০৭০
  • দক্ষিণ-পূর্ব রেলওয়ের হেল্প লাইন নম্বর- ০৩২২২-২২১৬৯৬
  • বিপর্যয় মোকাবিলা দফতর (রেল)- ৬৩৫৩৫
  • প্লার্টফর্ম হেল্পলাইন নম্বর- ৬৩৯৫০
  • বিএসএনএল- ০৩২২২-২৫৫৭৫৮
  • বালাসোরে রেলওয়ে কন্ট্রোল রুম নম্বর- ৬৪৯০৮ এবং ৬৪৯০৯
  • বিএসএনএল-০৬৭৮২-২৬২৭৬
  • হাওড়ায় রেলওয়ে কন্ট্রেল রুম নম্বর- ৪৫২৭১
  • বিএসএনএল- ০৩৩২৬-৪১২৯৭৫
  • নবান্নে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কন্ট্রোল রুম- ১০৭০
  • সেচ দপ্তরের কন্ট্রোল রুম- ১৮০০-৩৪৫০১১৭/২৩২১ ৮৩৪১

ঘূর্ণিঝড় ফনির দাপটে রেল চলাচল সম্পর্কে যাত্রীদের তথ্য দিতে বিশেষ কন্ট্রোল রুম চালু করল দক্ষিণ-পূর্ব রেল। চার জায়গায় চালু হওয়া কন্ট্রোল রুম ও সেগুলির নম্বর হল:

  • কন্ট্রোল রুম নম্বর
  • খড়্গপুর ডিজাস্টার ম্যানেজমেন্ট রুম- ০৩২২২২২১৬৯৬
  • খড়্গপুর স্টেশন- ০৩২২২২৫৫৭৫৮
  • বালেশ্বর- ০৬৭৮২ ২৬২৭৬
  • হাওড়া- ০৩৩২৬৪১২৯৭৫

বাড়ির বাইরে থাকলে

      • ভাঙাচোরা বাড়িতে ঢুকে আশ্রয় খুঁজবেন না।
      • বিদ্যুতের খুঁটি, তার ও ধারালো বস্তু থেকে দূরে থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *