আসছে ফনি, দুর্বল সেতু বন্ধের নির্দেশ রাজ্যের, নয়া বার্তা রাজ্য পালেন

কলকাতা: আসছে ফনি৷ তবে, শক্তি অনেকটাই হারিয়ে ফেলেছে আতঙ্কের ঘূর্ণিঝড় ফনি৷ তবে, ফনি তার শক্তি কমিয়ে ফললেও প্রস্তুত প্রশাসন৷ বিপর্যয় মোকাবিলায় প্রতি জেলায় তৈরি কুইক রেসপন্স টিম৷ বাড়তি সতর্কতা হিসাবে রাজ্যের দুর্বল ও সংস্কারের কাজ চলা সেতুগুলি আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়ে পূর্ত দপ্তর৷ শনিবার পর্যন্ত বন্ধ থাকবে সেতুগুলি৷ শনি ও রবিবার পূর্ত দপ্তরের সব

আসছে ফনি, দুর্বল সেতু বন্ধের নির্দেশ রাজ্যের, নয়া বার্তা রাজ্য পালেন

কলকাতা: আসছে ফনি৷ তবে, শক্তি অনেকটাই হারিয়ে ফেলেছে আতঙ্কের ঘূর্ণিঝড় ফনি৷ তবে, ফনি তার শক্তি কমিয়ে ফললেও প্রস্তুত প্রশাসন৷ বিপর্যয় মোকাবিলায় প্রতি জেলায় তৈরি কুইক রেসপন্স টিম৷ বাড়তি সতর্কতা হিসাবে রাজ্যের দুর্বল ও সংস্কারের কাজ চলা সেতুগুলি আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়ে পূর্ত দপ্তর৷ শনিবার পর্যন্ত বন্ধ থাকবে সেতুগুলি৷ শনি ও রবিবার পূর্ত দপ্তরের সব কর্মীর ছুটি বাতিল করেছে রাজ্য৷

অন্যদিকে, ফনি দুযোগ মোকাবিলায় কেন্দ্র ও রাজ্য হাত মিলিয়ে কাজ করার বার্তা দিয়েছেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী৷ রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী জানিয়েছেন, কেন্দ্র, রাজ্য হাত মিলিয়ে এই দুর্যোগের মোকাবিলা করবে৷ ফনির আশঙ্কায় রাজ্যকে বিপুল পরিমাণ অর্থ আগাম বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ জানান, ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে কেন্দ্র৷

শুক্রবার সকাল আটটা নাগাদ ঘণ্টায় ১৭৫-১৯০ কিমি বেগে ভূপৃষ্ঠে আছড়ে পড়ে ফনি৷ নির্দিষ্ট সময়ের আগেই ওড়িশা উপকূলে হানা দেয় এই ঘুর্ণিঝড়। এ রাজ্যেও একাধিক জেলায় চলছে বৃষ্টি, নবান্নে খোলা হয়েছে কন্ট্রোলরুম। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ৮টি জেলায় আজ বিকেল থেকে শনিবার পর্যন্ত বাতিল করা হয়েছে ফেরি চলাচল। ঘূর্ণিঝড় ফনির তাণ্ডবে ওড়িশায় উড়ে গিয়েছে একাধিক বাড়ির ছাদ৷ গাছ, বাড়ি ভেঙে বিপর্যয় জনজীবন৷ বিপর্যস্ত বিস্তীর্ণ এলাকা। বহু জায়গায় গাছ উপড়ে পড়েছে, কেন্দ্রাপাড়ার ত্রাণ শিবিরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ১ জন৷

ঘূর্ণিঝড় ‘ফনি’র তাণ্ডবে লন্ডভন্ড ওড়িশা উপকূলের বিস্তীর্ণ এলাকা। সকাল আটটা নাগাদ পুরীতে আছড়ে পড়ে৷ ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ১৮০-১৯০ কিলোমিটার। সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ২১০ কিমি৷ আগামী তিন ঘণ্টায় ঝড়ের গতিবেগ ক্রমশ কমবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ওড়িশার পর বাংলার দিকে অভিমুখ ঘূর্ণিঝড় ফনির। বিকেল ৪টের পরেই এরাজ্যে ঢুকে পড়বে ঘূর্ণিঝড় ফনি৷ পুরী থেকে স্থলভাগের উপর দিয়ে দুই মেদিনীপুরে আঘাত হানবে ঘূর্ণিঝড়। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ঝড়বৃষ্টি। পরে ঝাড়গ্রাম, নদিয়া হয়ে বাংলাদেশের দিকে ঘুরে যাবে ফনি৷ আছড়ে পড়ার সময় ঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় ৮০ থেকে ১০০ কিলোমিটার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + nine =