বসন্ত উৎসবে আজ রঙিন বাংলা

কলকাতা: পলাশহীন শান্তিনিকেতনে এবার অলঙ্কার গাঁদা ফুলের মালা! সেই অলঙ্কারের মালায় সেজে শুরু হয়েছে বসন্তের উৎসব । ভালোবাসা, সম্প্রীতির আবহেই সকাল ৭ টায় গৌড়প্রাঙ্গণ থেকে সূচনা উৎসবের । বৃহস্পতিবার নবদ্বীপ- মায়াপুরেও শুরু হয়েছে দোল উৎসব। সেখানে একমাস ব্যাপী দোল উৎসবের আজ অন্তিম দিন। দোল উপলক্ষে নবদ্বীপের ভাগীরথী নদীর দুই তীরে ভিন্ন চিত্র। নবদ্বীপের মন্দিরগুলিতে রং,

বসন্ত উৎসবে আজ রঙিন বাংলা

কলকাতা: পলাশহীন শান্তিনিকেতনে এবার অলঙ্কার গাঁদা ফুলের মালা! সেই অলঙ্কারের মালায় সেজে শুরু হয়েছে বসন্তের উৎসব । ভালোবাসা, সম্প্রীতির আবহেই সকাল ৭ টায় গৌড়প্রাঙ্গণ থেকে সূচনা উৎসবের । বৃহস্পতিবার নবদ্বীপ- মায়াপুরেও শুরু হয়েছে দোল উৎসব। সেখানে একমাস ব্যাপী দোল উৎসবের আজ অন্তিম দিন।

দোল উপলক্ষে নবদ্বীপের ভাগীরথী নদীর দুই তীরে ভিন্ন চিত্র। নবদ্বীপের মন্দিরগুলিতে রং, আবিরের চল থাকলেও ভিন্ন চিত্র ইসকন মায়াপুরে। সেখানে রং একেবারেই বর্জন। মহাপ্রভু ৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে শুরু হবে মহা অভিষেক অনুষ্ঠান। নবদ্বীপ, মায়াপুরের অসংখ্য ভক্ত উপবাসী থেকে আজ মহাপ্রভুর আবির্ভাব তিথি স্মরণ করছেন। ইসকন মায়াপুরের শুরু হয়েছে রথযাত্রা আর এই অকাল রথ দেখতে বিশ্বের হাজার হাজার দেশি- বিদেশি ভক্ত মায়াপুর ইসকন উপস্থিত হয়েছেন। আষাঢ় মাসে রথযাত্রা উৎসবের মতোই ইসকনে চলেছে জগন্নাথ বলরাম ও সুভদ্রা দেবীর সুসজ্জিত রথ। কোচবিহারে মদনমোহনের রাসযাত্রা তোড়জোড় চলেছে সকাল থেকেই। বহু ভক্তের সমাগমে জমজমাট মদনমোহন মন্দির চত্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 1 =