গ্রিন জোনে কলেজ! নিশ্চিতে পড়ুয়াদের ভর্তি করুন! বিজ্ঞাপন দিচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান

গ্রিন জোনে কলেজ! নিশ্চিতে পড়ুয়াদের ভর্তি করুন! বিজ্ঞাপন দিচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান

2432ac617ae55abc477117c9c45d2bc2

বাঁকুড়া:  করোনা আতঙ্কে কাঁপছে সারা দেশ। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৭৮ হাজার ছাড়িয়ে গিয়েছে। ভারতের সঙ্গে পশ্চিমবঙ্গেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি সামাল দিতে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাকে তিনটি জোনে ভাগ করা হয়েছে। রেড, অরেঞ্জ ও গ্রিন। এবার বিজ্ঞাপনের মধ্যে চলে এল সেই জোন।

ব্যোমকেশ বলেছিলেন, দেশের অবস্থা বুঝতে হলে বিজ্ঞাপন পড়। গ্রিন জোন নিয়ে ভাইরাল হওয়া বিজ্ঞাপন যেন একবারে সারা দেশের আতঙ্কের কথা একবারে বলে দিয়েছে।গ্রি্ন জোনের মানে সেখানে এখনও কেউ করোনায় আক্রান্ত হয়নি। বাঁকুড়াকে গ্রিন জোনের মধ্যে করে দেওয়া হয় বিজ্ঞাপনে। বিজ্ঞাপনে লেখা থাকে, গ্রি্ন জোনে পড়ুয়াদের পাঠিয়ে যাতে অভিভাবকরা নিশ্চিন্তে থাকতে পারে। এই বিজ্ঞাপন প্রকাশ পাওয়ার পরেই তা ভাইরাল হয়েছে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে কৌতুক করছেন, মজা করছেন। কেউ আবার সিরিয়াস হয়ে বলছেন, করোনা কবে ছাড়বে ঠিক নেই। গ্রিন জোন থেকে অরেঞ্জ বা রেড জোন হতে কতক্ষণ।

তবে পরিবেশ পরিস্থিতির ওপর দিয়ে বিজ্ঞাপনের প্রভাব সব সময় থাকে। সাধারণত পণ্য সামগ্রীতে দেখা যায়। যেমন হ্যান্ড ওয়াশ থেকে মশলা সব বিজ্ঞাপনে করোনা ভাইরাস মোকাবিলার কথা উল্লেখ থাকে। পরিবেশের প্রভাব কিছুটা পাত্র-পাত্রীর বিজ্ঞাপনেও দেখতে পাওয়া যায়। যেমন, সিএএ নিয়ে যখন উত্তাল, তখন পাত্র-পাত্রীর একটা বিজ্ঞাপন ভাইরাল হয়েছিল। সেখানে জানানো হয়েছি, ১৯৭২ সালের কাগজ থাকা এমন পরিবারই যেন যোগাযোগ করেন। তবে পাত্র-পাত্রীর বিজ্ঞাপনে  বাঙাল-ঘটি, বা পছন্দের রাজনৈতিক দলের পরিবারের ওপর গুরুত্ব বরাবরই দেওয়া হয়ে থাকে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *