কয়েকদিন জাঁকিয়ে ঠান্ডার পর আগামীকাল, অর্থাৎ সোমবার থেকে তাপমাত্রা কিছুটা হলেও বাড়বে বলে জানাল আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতা ছাড়া দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই শৈত্যপ্রবাহের সতর্কতা জারি আছে। গতকাল রাত থেকে বায়ু পরিবর্তনের ফলে কলকাতা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে শীত কিছুটা কমেছে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের আধিকারিকরা। রবিবার প্রধানত পরিষ্কার আকাশ এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়বে। আজ সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্ৰি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ২৩.৫ এবং ১১.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম।
জাঁকিয়ে ঠান্ডার দাপট কমিয়ে বাড়বে পারদ, জানাল আবহাওয়া অফিস
কয়েকদিন জাঁকিয়ে ঠান্ডার পর আগামীকাল, অর্থাৎ সোমবার থেকে তাপমাত্রা কিছুটা হলেও বাড়বে বলে জানাল আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতা ছাড়া দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই শৈত্যপ্রবাহের সতর্কতা জারি আছে। গতকাল রাত থেকে বায়ু পরিবর্তনের ফলে কলকাতা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে শীত কিছুটা কমেছে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের আধিকারিকরা। রবিবার প্রধানত পরিষ্কার আকাশ এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে