বাংলা পর্যন্ত কোল্ড প্যাসেজ, আরও হবে পারদ পতম, শীতের কামড় কোথায় কোথায়?

বাংলা পর্যন্ত কোল্ড প্যাসেজ, আরও হবে পারদ পতম, শীতের কামড় কোথায় কোথায়?

কলকাতা: শীতে কাঁপছে বাংলা৷ কনকনে হাওয়ায় কাঁপুনি ধরেছে বঙ্গবাসীর৷ পাঞ্জাব থেকে পশ্চিমবঙ্গ পর্যন্ত তৈরি হয়েছে কোল্ড প্যাসেজ৷ হু হু করে পারদ নামছে পশ্চিমাঞ্চলের সব জেলায়। শীতের ঝোড়ো ইনিংসের মজা লুটেপুটে নিচ্ছে এরাজ্যের মানুষ৷ হাওয়া অফিস বলছে, লম্বা ইনিংস খেলতেই মাঠে নেমেছে শীত৷ দক্ষিণবঙ্গ জুড়ে এখন উত্তুরে হাওয়ার দাপট৷ বুধবারের মধ্যে পারদ আরও নামবে বলেই ইঙ্গিত৷ শীতের হাত থেকে বাঁচতে বাঁদর টুপি, সোয়েটার-শাল কিংবা মোটা জ্যাকেট গায়ে জড়িয়েও জবুথবু অবস্থা শীতপ্রেমী বাঙালির।  

আলিপুর আবহাওয়া দফতর সাফ জানিয়েছে, আগামী দিনে আরও জাঁকিয়ে পড়বে শীত। মঙ্গলবারের মধ্যে বেশ কিছুটা নামবে পারদ৷ মিগজাউমের প্রভাব কাটতেই বাংলাজুড়ে শীতের আমেজ৷ যদিও বিশেষজ্ঞরা বলেছিলেন, এল নিনোর বছরে সে ভাবে ঠান্ডা পড়বে না৷ তবে সেই ভবিষ্যৎবাণী মিথ্যে প্রমাণ করেই ছক্কা হাঁকাচ্ছে শীত৷ আলিপুরের পূর্বাভাস, উত্তুরে হাওয়ার দাপট থাকায় মঙ্গল ও বুধবার ফের পারদ-পতনের সম্ভাবনা রয়েছে বাংলায়। তাছাড়া পাঞ্জাব থেকে পশ্চিমবঙ্গ পর্যন্ত তৈরি হয়েছে কোল্ড প্যাসেজের মধ্যে ঢুকে পড়েছে পশ্চিমাঞ্চলের জেলাগুলি৷ ফলে এই জেলাগুলিতে শীতের কামড় আরও জোরাল হয়েছে৷ 

মৌসম ভবন সূত্রে খবর, দীর্ঘ এই কোল্ড প্যাসেজের মধ্যে রয়েছে পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লি, উত্তর প্রদেশ , উত্তর রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তর ছত্রিশগড়, উত্তর ওডিশা, বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলি৷ এর মধ্যে রয়েছে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান৷ 

তবে আজ, অর্থাৎ সোমবার কলকাতায়  সামান্য উর্ধ্বমুখীই রয়েছে পারদ। আজ মহানগরের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.১ ডিগ্রি সেলসিয়াস। রবিবার ছিল এই মরশুমের শীতলতম দিন৷ বাংলা ক্যালেন্ডার অনুযায়ী গতকাল ছিল পৌষের প্রথম দিন। এদিন  কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছয়। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৩ ডিগ্রি। আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের আকাশ মূলত পরিষ্কার থাকবে৷

 আমাদের রাজ্যে যে শীতল হওয়া প্রবেশ করছে, সেটি কাশ্মীর থেকে দিল্লি হয়ে আসছে৷ বাংলায় এই বাতাসের প্রবেশ পথে কোনও বাধা নেই৷ সেই কারণেও হুড়মুড়িয়ে নামছে তাপমাত্রা৷ পশ্চিমের জেলাগুলির পাশাপাশি হাড়কাঁপুনি ধরেছে দক্ষিণের অন্যান্য জেলাগুলিতেও৷ উত্তরবঙ্গের জেলাগুলিতেও প্রবল শীত৷ দার্জিলিং ও কালিম্পঙে শুরু হয়েছে তুষারপাত৷ সেই আনন্দ মন ভরে উপভোগ করছেন পর্যটকেরা৷ হাওয়া অফিস জানাচ্ছে, মঙ্গল-বুধে আরও পারদ পতনের পর শীতের এই স্পেল চলবে শুক্রবার পর্যন্ত৷ আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই রাজ্যে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *