মাদক কাণ্ড: পামেলার কাছ থেকে উদ্ধার কোকেনের বাজার দর ১ কোটি ২০ লক্ষ!

মাদক কাণ্ড: পামেলার কাছ থেকে উদ্ধার কোকেনের বাজার দর ১ কোটি ২০ লক্ষ!

87183c2f6ee45c06ab52cc77d258d334

 

কলকাতা: মাদক কাণ্ডে গ্রেফতার হওয়া বিজেপি নেত্রী পামেলা গোস্বামীর গাড়ি থেকে যে পরিমাণ কোকেন বা মাদক পাওয়া গিয়েছিল তার বাজার দর ১ কোটি ২০ লক্ষ টাকা! রিপোর্ট পাওয়ার পর আজ এ ব্যাপারে স্পষ্ট জানিয়েছে লালবাজার। প্রাথমিক তদন্তে উঠে এসেছিল যে, তার গাড়িতে হয়তো কয়েক লক্ষ টাকার কোকেন ছিল।‌ কিন্তু রিপোর্ট পুনর্মূল্যায়নের পর জানা গিয়েছে সেই কোকেনের এখন বাজার দর ১.২০ কোটি টাকা। 

আরও পড়ুন- নির্বাচনী প্রচার থেকে ভোটদান, নতুন নির্দেশিকা কমিশনের, জানুন বিস্তারিত

লালবাজার সূত্রে খবর, প্রতি গ্রাম কোকেনের মূল্য ১৬ হাজার টাকা। ‌তবে প্রাথমিক পর্যায়ে কোকেন উদ্ধার হওয়ার পর মনে করা হয়েছিল, ৭৬ গ্রাম কোকেনের বাজারদর হবে কয়েক লক্ষ টাকার আশেপাশে। কিন্তু এখন রিপোর্ট পুনর্মূল্যায়নের পর বিস্ফোরক তথ্য সামনে এসেছে। যদিও এখনো পর্যন্ত এই বিষয়ে সামনে আসেনি যে এত টাকার কোকেন মাদক তিনি কোথা থেকে পেয়েছেন। যদিও গ্রেফতার হওয়ার পরবর্তী সময় থেকেই তিনি বিজেপি নেতার রাকেশ সিংয়ের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। পামেলা দাবি করেছেন, রাকেশ তাকে কু নজরে দেখতেন, পরবর্তী ক্ষেত্রে তিনি তাকে ফাঁসিয়েছেন। এদিকে তদন্তকারীদের দাবি, এই ঘটনায় আরো অনেকে যুক্ত থাকতে পারে। কারণ এত কোটি টাকা দিয়ে কোকেন এখানে আনা হয়েছে, এটা কয়েকজনের পক্ষে সম্ভব হতে পারে না। অতএব এর পেছনে বড় দল রয়েছে বলে অনুমান করা হচ্ছে। 

আরও পড়ুন-  গোত্র নয়, রক্ত পরীক্ষার পর হোক বিয়ে, বাড়ি বাড়ি প্রচার শিক্ষকের

এদিকে, মাদক কাণ্ডে গ্রেফতার হয়েছেন আরও এক৷ ধৃত ব্যক্তির নাম সুরজ কুমার শা৷ তিনি কলকাতার ওয়াটগঞ্জ এলাকার বাসিন্দা। তিনি রাকেশ সিংয়ের ঘনিষ্ট বলেই পরিচিত। অভিযোগ, মাদক পাচার কাণ্ডে অমৃত সিং কে পালাতে সাহায্য করেছিলেন সুরজ। পুলিশ সূত্রে খবর, রাকেশ সিংই তাঁকে স্কুটি নিয়ে পিও’র সমানে অপেক্ষা করতে বলেছিলেন৷ এই মামলায় অন্যতম ওয়ান্টেড ছিলেন অমৃত সিং৷ সুরজের মদতে পিও থেকে স্কুটি নিয়ে পালান তিনি৷ নিউ আলিপুর মাদক চক্রের নাগাল পেয়ে বিভিন্ন জায়গায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *