কয়লা মাফিয়া বিজেপির প্রার্থী! মহিলাদের হাতা-খুন্তি-ঝাঁটা নিয়ে তৈরি থাকতে বললেন মমতা

কয়লা মাফিয়া বিজেপির প্রার্থী! মহিলাদের হাতা-খুন্তি-ঝাঁটা নিয়ে তৈরি থাকতে বললেন মমতা

কোতুলপুর: বিজেপি অনেক আগে থেকেই তৃণমূল কংগ্রেসকে দুর্নীতিগ্রস্ত বলে আক্রমণ করে আসছে। তোলাবাজি এবং সিন্ডিকেটের সরকার বলে কটাক্ষ করেছে তারা। এর পাশাপাশি কয়লা এবং গরু পাচার কেলেঙ্কারির সঙ্গেও নাম জড়িয়েছে ঘাসফুল শিবিরের অনেকের। সেই নিয়ে বিজেপি কম আক্রমণ করেনি। এই একই রকম ইস্যুতে বিজেপিকে পাল্টা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, বিজেপি প্রার্থী কয়লা মাফিয়া, তারাই আবার বড় বড় কথা বলছে।

এদিন মমতা বলেন, বিজেপির প্রার্থী হয়েছে কয়লা মাফিয়া আর এরাই বড় বড় গোল দিয়ে বেড়াচ্ছে। মিথ্যে প্রতিশ্রুতির গোল। এই প্রসঙ্গে রাজ্যের মহিলাদের উদ্দেশ্যে মমতা বার্তা দিয়ে বলেন, যারা রাঁধেন তারা চুলও বাঁধেন। তাই কোনো বহিরাগত গুন্ডা যদি আপনার ভোট দখল করতে আসে আর গায়ে হাত দেয়, তাহলে তাদের হাতা-খুন্তি-ঝাঁটা নিয়ে তেড়ে যান। এর পাশাপাশি তিনি আরও একবার এদিন বলেন, সামনের সারিতে খেলবেন বাংলার মহিলারা, পেছনে খেলবেন ভাইরা। মমতার পরামর্শ, কেউ যেন বিজেপির টাকা নিয়ে ভোট না দেয়। কারণ বিজেপি নির্বাচনের আগে আসে অনেক বড় বড় কথা বলতে, তারপর তারা পালিয়ে যায়। আর বিজেপি যে টাকা দিচ্ছে সেটা জনগণের টাকা, সেটা দিয়ে কে কী করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু টাকা দিয়ে বিজেপি ভয় দেখাতে চাইছে যে আপনি কোথায় ভোট দিচ্ছেন সেটা তারা দেখতে পাবে। কিন্তু মমতা সকলকে আশ্বস্ত করে বলেন, কে কোথায় ভোট দিচ্ছে তা দেখা যায় না।

আরও পড়ুন-  মহিলাদের জন্য বিরাট আশ্বাস! গেরুয়া ইস্তেহারকে কীভাবে দেখবে প্রগতিশীল নারীসমাজ?

এদিন তিনি আরও বলেন, যারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে গদ্দারি করেছে তারা এখন বিজেপি ওস্তাদ। ভোট দেওয়ার আগে তাদের অত্যাচারের কথা মনে রাখতে হবে বলে পরামর্শ দেন মমতা। বিক্রমপুরের ঘটনার প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি মনে করান, সেদিনের অত্যাচার তিনি ভোলেননি। তাঁকে পুলিশ ঢুকতে দিচ্ছিলো না কিন্তু একপা একপা করে তিনি ঢুকেছিলেন। পরে বাস ভাঙচুর, গুলি চালানোর মতো ঘটনা অপেক্ষা করে মানুষকে উদ্ধার করতে এসেছিলেন বলে মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 4 =