করোনা রুখতে কতটা সফল মমতা-মোদির সরকার? বলছে CNX-ABP আনন্দ সমীক্ষা

করোনা রুখতে কতটা সফল মমতা-মোদির সরকার? বলছে CNX-ABP আনন্দ সমীক্ষা

কলকাতা: করোনা সংক্রমণ বাড়লেও কিছুতেই কমছে বঙ্গ রাজনীতির উত্তাপ৷ দফায় দফায় চড়ছে রাজনৈতিক চাপানউতর৷ করোনা আবহে বঙ্গ রাজনীতির উত্তার বাড়িয়ে এবার চাঞ্চল্যকর সমীক্ষা রিপোর্ট প্রকাশ করল CNX-ABP আনন্দ৷

কোভিড পরিস্থিতি সামালাতে রাজ্য সরকারের ভূমিকা কি সন্তোষজনক? CNX-ABP আনন্দের সমীক্ষা বলছে, ৪০ শতাংশ জনতা হ্যাঁ বলেছেন৷ ৪৯ শতাংশ জনতা না বলেছেন৷ জানি না বলেছেন ১১ শতাংশ৷

রাজ্য সরকার কি স্যতিই করোনায় মৃত্যুর সংখ্যা গোপন করার চেষ্টা করেছে? CNX-ABP আনন্দের সমীক্ষা বলছে, ৩৬ শতাংশ জনতা হ্যাঁ বলেছেন৷ ৪০ শতাংশ জনতা না বলেছেন৷ জানি না বলেছেন ২৪ শতাংশ মানুষ৷ 

পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দফতর কি কোভিড আক্রান্তদের চিকিৎসায় যথেষ্ঠ তৎপর? CNX-ABP আনন্দের সমীক্ষা বলছে, ৪৩ শতাংশ জনতা হ্যাঁ বলেছেন৷ ৪৪ শতাংশ জনতা না বলেছেন৷ জানিনা বলেছেন ১৩ শতাংশ৷

করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে ঘনঘন প্রতিনিধি দল পাঠায়ে মোদি সরকার কি সংকীর্ণ রাজনীতি করেছে? CNX-ABP আনন্দের সমীক্ষা বলছে, ৫৩ শতাংশ জনতা হ্যাঁ বলেছেন৷ ৩২ শতাংশ জনতা না বলেছেন৷ জানি না বলেছেন ১৫ শতাংশ৷

রাজ্যে পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফেরাতে কার উদ্যোগ সন্তোষজনক? CNX-ABP আনন্দের সমীক্ষা বলছে, ৩৫ শতাংশ জনতা রাজ্যের উদ্যোগকে সহমত জানিয়েছেন৷ কেন্দ্রের উদ্যোগে মত রেখেন ৩৫ শতাংশ জনতা৷ কেন্দ্র-রাজ্য কেউ নয় বলেছেন ২০ শতাংশ জনতা৷ জানি না বলেছেন ১২ শতাংশ৷  

লকডাউনের রেশন কেলেঙ্কারির অভিযোগ সঠিক মনে করেন? CNX-ABP আনন্দের সমীক্ষা বলছে, CNX-ABP আনন্দের সমীক্ষা বলছে, ৩৫ শতাংশ জনতা হ্যাঁ বলেছেন৷ ৪৮ শতাংশ জনতা না বলেছেন৷ জানি না বলেছেন ১৭ শতাংশ৷  

চার ঘণ্টার নোটিসে লকডাউন ঘোষণা মোদি সরকারের ভুল সিদ্ধান্ত? CNX-ABP আনন্দের সমীক্ষা বলছে, ৪৫ শতাংশ জনতা হ্যাঁ বলেছেন৷ ৪০ শতাংশ জনতা না বলেছেন৷ জানি না বলেছেন ১৫ শতাংশ৷

লকডাউন সফল না ব্যর্থ? CNX-ABP আনন্দের সমীক্ষা বলছে, ৩২ শতাংশ জনতা হ্যাঁ বলেছেন৷ ৬১ শতাংশ জনতা না বলেছেন৷ জানি না বলেছেন ৭ শতাংশ৷

শ্রমিক স্পেশাল’ ট্রেন চালিয়ে রাজ্যের করোনা পরিস্থিতি আরও খারাপ করেছে কেন্দ্র? CNX-ABP আনন্দের সমীক্ষা বলছে, ৩৫ শতাংশ জনতা হ্যাঁ বলেছেন৷ ৪১ শতাংশ জনতা না বলেছেন৷ জানি না বলেছেন ২৪ শতাংশ৷

পরিযায়ী শ্রমিকদের জন্য প্রথম থেকেই কি সরকারি কোয়ারেন্টিনের ব্যবস্থা আরও ভালো করা উচিত ছিল রাজ্য সরকারের? CNX-ABP আনন্দের সমীক্ষা বলছে, ৬১ শতাংশ জনতা হ্যাঁ বলেছেন৷ ৩১ শতাংশ জনতা না বলেছেন৷ জানি না বলেছেন ২৬ শতাংশ৷

কোভিড ইস্যুতে তৎপরতা নিরিখে শূন্য থেকে দশের মধ্যে স্কেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কত নম্বর দেবেন? ০-৪ নম্বর দিয়েছেন ৪০ শতাংশ৷ ৫-৭ নম্বর নম্বর দিয়েছেন ২০ শতাংশ৷ ৮-১০ নম্বর দিয়েছেন ৪০ শতাংশ৷ দেশে কোভিড নিয়ন্ত্রণের ক্ষেত্রে শূন্য থেকে স্কেলে মোদি সরকারকে কত নম্বর দেবেন? ০-৪ নম্বর দিয়েছেন ৫১ শতাংশ৷ ৫-৭ নম্বর দিয়েছেন ১৭ শতাংশ৷ ৮-১০ নম্বর দিয়েছেন ৩২ শতাংশ জনতা

গত ৮ থেকে ১১ জুনের মধ্যে এই সমীক্ষা করা হয়েছে৷ ৬ হাজার ৫০০ জনের থেকে এই বিষয়ে মতামত নেওয়া হয়েছে৷ সেই মতামত নিয়ে এই সমীক্ষা প্রকাশ করা হয়েছে৷ সমীক্ষা ধ্রবসত্য নয়, আভাস মাত্র৷ দাবি সমীক্ষক সংস্থার৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × two =