বিধানসভায় ১৪৬-১৫৬ টি আসন পাচ্ছে তৃণমূল! ইঙ্গিত মিলল সমীক্ষায়

বিধানসভায় ১৪৬-১৫৬ টি আসন পাচ্ছে তৃণমূল! ইঙ্গিত মিলল সমীক্ষায়

 

কলকাতা:  এই মুহুতে যদি নির্বাচন হয় তাহলে সেই তৃণমূল কংগ্রেস সরকারই আসবে ক্ষমতায়। ইঙ্গিত মিলল সিএনএক্স সমীক্ষায়। জানা গিয়েছে, ১৪৬-১৫৬ টি আসন পেতে চলেছে তারা। এদিকে বিজেপি পেতে পারে ১১৩-১২১ টি আসন। অন্যদিকে, বাম-কংগ্রেস জোট পাবে ২০-২৮ টি আসন। এক্ষেত্রে তৃণমূল কংগ্রেস পাচ্ছে ৪২% ভোট, বিজেপি পাচ্ছে ৩৭% ভোট। বাম-কংগ্রেস পাচ্ছে ১৭% ভোট। ১০ নম্বরের মধ্যে বিগত ১০ বছরের পারফরম্যান্সে কত নম্বর পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকার? সেই প্রশ্নের উত্তরে জানা গিয়েছে, ৪১ শতাংশ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ১০ নম্বরে ০-৪ নম্বর দিচ্ছে। অন্যদিকে, ১৮ শতাংশ মানুষ দিচ্ছে ৫-৭ নম্বর। আবার ৮-১০ নম্বর দিচ্ছে ৪১ শতাংশ মানুষ। এর পাশাপাশি আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যের ইস্যুগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে ধরা হচ্ছে বেকারত্বকে। ২৪ শতাংশ মানুষ মনে করছেন আসন্ন বিধানসভা নির্বাচনের সবচেয়ে বড় ইস্যু বেকারত্ব। ২৩ শতাংশ মানুষ আইনশৃঙ্খলা নিয়ে কথা বলছেন। পাশাপাশি ২০ শতাংশ মানুষ গুরুত্ব দিচ্ছেন উন্নয়নকে এবং ১৬ শতাংশ মানুষ গুরুত্ব দিচ্ছেন স্বাস্থ্যব্যবস্থাকে। ১২ শতাংশের কাছে গুরুত্ব পাচ্ছে দুর্নীতি। একই সঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে অর্থাৎ গত ১০ বছরে কোন কোন ক্ষেত্রে উন্নতি বা অবনতি হয়েছে।

একই সঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে অর্থাৎ গত ১০ বছরে কোন কোন ক্ষেত্রে উন্নতি বা অবনতি হয়েছে সেই প্রশ্নের উত্তরে জানা গিয়েছে, ৩১ শতাংশ মানুষ মনে করছেন রাস্তাঘাটে উন্নতি হয়েছে এবং ২৫ শতাংশ মানুষের মতে অবনতি হয়েছে রাস্তাঘাটে। সরকারি হাসপাতালে উন্নতি হয়েছে মনে করছেন ২৫ শতাংশ মানুষ, এদিকে ৩৬ শতাংশ মানুষের মতে সরকারি হাসপাতালে অবনতি ঘটেছে। এর পাশাপাশি পানীয় জলের ক্ষেত্রে সাধারণ মানুষ মনে করছেন ৪১ শতাংশ উন্নতি হয়েছে অপরদিকে ৩৯ শতাংশ মনে করছেন উন্নতি একেবারেই হয়নি। এদিকে যে ইস্যুতে বিজেপি থেকে শুরু করে রাজ্যপাল রাজ্য সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন সেই আইন-শৃঙ্খলা ইস্যুতে সমীক্ষা থেকে জানা যাচ্ছে ১৫ শতাংশ মানুষ মনে করছেন রাজ্যের আইন শৃঙ্খলা উন্নতি ঘটেছে, কিন্তু ৩৬ শতাংশের মতো কোনো রকম উন্নতি ঘটেনি রাজ্যের আইন শৃংখলার।

আগামী কয়েক দিনের মধ্যেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দেবে নির্বাচন কমিশন। তার আগে একাধিক সমীক্ষা চালিয়ে অনুমান করার চেষ্টা করা হচ্ছে যে এই মুহূর্তে কোন রাজনৈতিক দল এগিয়ে বা পিছিয়ে রয়েছে। সেই প্রেক্ষিতে এবার সমীক্ষা চালিয়েছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংস্থা সিএনএক্স। ২৩ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চালানো হয়েছে এই সমীক্ষা। এতে অংশ নিয়েছিলেন ৮,৯৬০ জন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − 5 =

মমতা সরকারের আমলে কোন ক্ষেত্রে উন্নতি, অবনতিও কিসে? জানাচ্ছে সমীক্ষা

মমতা সরকারের আমলে কোন ক্ষেত্রে উন্নতি, অবনতিও কিসে? জানাচ্ছে সমীক্ষা

কলকাতা: বিধানসভা নির্বাচনের আর কয়েক সপ্তাহ বাকি। আগামী কয়েক দিনের মধ্যেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দেবে নির্বাচন কমিশন। তার আগে একাধিক সমীক্ষা চালিয়ে অনুমান করার চেষ্টা করা হচ্ছে যে এই মুহূর্তে কোন রাজনৈতিক দল এগিয়ে বা পিছিয়ে রয়েছে। সেই প্রেক্ষিতে এবার সমীক্ষা চালিয়েছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংস্থা সিএনএক্স। ২৩ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চালানো হয়েছে এই সমীক্ষা। এতে অংশ নিয়েছিলেন ৮,৯৬০ জন।

সমীক্ষায় প্রশ্ন করা হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে অর্থাৎ গত ১০ বছরে কোন কোন ক্ষেত্রে উন্নতি বা অবনতি হয়েছে। সেই প্রশ্নের উত্তরে জানা গিয়েছে, ৩১ শতাংশ মানুষ মনে করছেন রাস্তাঘাটে উন্নতি হয়েছে এবং ২৫ শতাংশ মানুষের মতে অবনতি হয়েছে রাস্তাঘাটে। সরকারি হাসপাতালে উন্নতি হয়েছে মনে করছেন ২৫ শতাংশ মানুষ, এদিকে ৩৬ শতাংশ মানুষের মতে সরকারি হাসপাতালে অবনতি ঘটেছে। তাৎপর্যপূর্ণ ব্যাপার, সরকারি হাসপাতাল এবং রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকেও বিশ্বসেরা হওয়ার দাবি করেছেন। 

এর পাশাপাশি পানীয় জলের ক্ষেত্রে সাধারণ মানুষ মনে করছেন ৪১ শতাংশ উন্নতি হয়েছে অপরদিকে ৩৯ শতাংশ মনে করছেন উন্নতি একেবারেই হয়নি। এদিকে যে ইস্যুতে বিজেপি থেকে শুরু করে রাজ্যপাল রাজ্য সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন সেই আইন-শৃঙ্খলা ইস্যুতে সমীক্ষা থেকে জানা যাচ্ছে ১৫ শতাংশ মানুষ মনে করছেন রাজ্যের আইন শৃঙ্খলা উন্নতি ঘটেছে, কিন্তু ৩৬ শতাংশের মতো কোনো রকম উন্নতি ঘটেনি রাজ্যের আইন শৃংখলার। একই সঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে কোন বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে ভোট দেবেন এই প্রশ্নের উত্তর সমীক্ষা থেকে জানা যাচ্ছে, ৪২ শতাংশ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পারফরম্যান্স দেখে ভোট দিতে চান। ২২ শতাংশ মানুষ মনে করছেন কেন্দ্রীয় মোদী সরকারের পারফরম্যান্স দেখে ভোট দেবেন। ৩০ শতাংশের মতো স্থানীয় বিধায়কের পারফরম্যান্স দেখে ভোট দেবেন। স্থানীয় পুরসভা অথবা পঞ্চায়েতের পারফরম্যান্স দেখে ভোট দেবেন ৬ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × two =