পুজোয় জলসা, করোনা কালেও কলকাতা-ইউরোপ বিমান চালুর আর্জি মুখ্যমন্ত্রীর

পুজোয় জলসা, করোনা কালেও কলকাতা-ইউরোপ বিমান চালুর আর্জি মুখ্যমন্ত্রীর

d3fe018d9d0d2b188abe017acf58a943

কলকাতা: করোনা আবহে পুজো করার অনুমতি দিয়েছে রাজ্য সরকার৷ কিন্তু মেনে চলতে হবে গাইড লাইন৷ এদিন কলকাতা কানেক্ট ২০২০-র উদ্বোধন করার পর আরও একবার কোভিড পরিস্থিতি নিয়ে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ 

আরও পড়ুন- পুজোয় পর্যটনে গতি আনতে বিশেষ উদ্যোগ রাজ্যের, হুডখোলা দোতলা বাসে সফর তিলোত্তমার

এদিন মুখ্যমন্ত্রী বলেন, কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে এই বছর পুজো প্যান্ডেলের আশেপাশে সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না৷ তিনি বলেন, প্যান্ডেলে এমনিতেই লোকের ভিড়ে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা রয়েছে৷ তার উপর প্যান্ডেলের পাশে অনুষ্ঠানের আয়োজন করা হলে  ভিড় আরও বাড়বে৷ দুটো ভিড় সামাল দেওয়া পুলিশের পক্ষেও মুশকিল হয়ে যাবে৷ ফলে তৃতীয়া থেকে একাদশী পর্যন্ত পুজো প্যান্ডেলের পাশে অনুষ্ঠানে ‘না’ মুখ্যমন্ত্রীর৷ তবে কেউ এর আগে বা পরে অনুষ্ঠান করতে চাইলে করতে পারবেন বলেও জানান তিনি৷ 

মুখ্যমন্ত্রী আরও বলেন, অনুষ্ঠান করতে হলে পুলিশের অনুমতি নিয়ে ‘হল’ বা ‘মুক্ত মঞ্চে’ করতে হবে৷ ইতিমধ্যে ‘হল’ বা ‘খোলা মঞ্চে’ বসার জন্য ১০০ জনকে অনুমতি দেওয়া হয়েছে৷ জায়গা বড় হলে এবং ডিস্টেন্সিং মেনে চললে ২০০ জনও বসলেও আপত্তি নেই৷ তবে পুজোর প্যান্ডেলের পাশে কখনই নয়৷ তিনি আরও বলেন,  শিল্পীরাও অনেক দিন কাজ পাচ্ছেন না৷ তাঁদের দিকটাও ভেবে দেখতে হবে৷ মুখ্যমন্ত্রী জানান, পুজোয় পর্যটন উপলক্ষে রাজ্যে যে নতুন হুড খোলা বাস চালু হচ্ছে সেখানেও শিল্পীরা গান গাইবেন৷ তাঁদের সুযোগ দেওয়া হচ্ছে৷ 

আরও পড়ুন- মণীশ-খুনে রাজ্যের রিপোর্ট তলব হাইকোর্টের, শক্তি মিছিল তৃণমূলের

সেই সঙ্গে প্যান্ডেমিকের বিষয়টিও রাজ্যকে ভাবাচ্ছে৷ মহারাষ্ট্রে সতর্কতা জারি করা হয়েছে৷ এই সময় করোনা সংক্রমণ আরও বেশি করে ছড়াচ্ছে৷ বাইরে থেকে বাস, লড়ি, গাড়ি, বিমান আসছে৷ এর থেকেও সংক্রমণ অনেকটা ছড়াচ্ছে৷ বাতাসের মাধ্যমেও সংক্রমণ ছড়াচ্ছে৷ এরই মধ্যে মুখ্যমন্ত্রী বলেন, আমারা ক্ষমতায় আসার আগেই বন্ধ হয়ে গিয়েছিল কলকাতা-ইউরোপ ফ্লাইট৷ সম্প্রতি কলকাতা লন্ডন ফ্লাইট শুরু হয়েছে৷ সপ্তাহে দু’দিন করে চললেও তা দিল্লি ও মুম্বই থেকে৷ তাই সিভিল অ্যাভিয়েশনের কাছে মুখ্যমন্ত্রীর আবেদন কলকাতা যেহেতু উত্তর পূর্বাঞ্চল, এইট সিস্টার স্টেট এবং ঝাড়খণ্ড, বিহার ও ওডিশার গেটওয়ে, তাই এখান থেকে ইউরোপে যাওয়ার ফ্লাইট চালু করা হোক৷  তিনি বলেন, এই সকল ফ্লাইটে কোভিড পরীক্ষা করে যাত্রীদের ওঠানোর জন্য একটু সমস্যা হচ্ছে৷ কলকাতায় ফ্লাইট এলে ব়্যাপিড টেস্ট করা হবে৷ কোভিড ধরা পড়লে প্রটোকল মেনে ব্যবস্থা করা হবে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *