মুখ্যমন্ত্রীর দফতরে প্রতি বছর ৫০০ পড়ুয়াকে ইন্টার্ন হিসেবে নিয়োগ, বড় ঘোষণা মমতার

মুখ্যমন্ত্রীর দফতরে প্রতি বছর ৫০০ পড়ুয়াকে ইন্টার্ন হিসেবে নিয়োগ, বড় ঘোষণা মমতার

কলকাতা:  ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে ছাত্রছাত্রীদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি জানান, এবার থেকে ফি বছর মুখ্যমন্ত্রীর দফতরে ৫০০ ছাত্রছাত্রীকে শিক্ষানবিশ হিসেবে নিয়োগ করবে রাজ্য সরকার। এরপর ওই পড়ুয়াদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হবে। যা পরবর্তী সময়ে তাঁদের চাকরিজীবনে সাহায্য করবে। 

আরও পড়ুন- ওঁর লোক না হলে ফাইল সই করেন না, ‘ব্ল্যাকমেল’ করেন রাজ্যপাল! বিস্ফোরক মমতা

এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘সিএমও-তে প্রতিবছর ৫০০ ইন্টার্ন নেব। যাঁরা উন্নয়নের কাজ দেখবে। তাঁদের একটা শংসাপত্র দেওয়া হবে। যেটা চাকরিজীবনে কাজে লাগবে।  প্রতিবছর ৫০০ পড়ুয়াকে সিএমও-র ডেভলপমেন্ট ওয়ার্ক দেখবার জন্য ফিল্ডে ফিল্ডে পাঠাব।’ সেই সঙ্গে ছাত্র সমাজের প্রতি তাঁর বার্তা, প্রকৃত মানুষ হতে হবে৷ নিজের অভিজ্ঞতার কথাও ভাগ করে নেন তিনি৷ তিনি বলেন, ‘আমি যখন কলেজে পড়তাম, তখন প্রথম বর্ষে জামা পরে যেতাম। দ্বিতীয় ও তৃতীয় বর্ষের জন্য মাত্র তিনটে শাড়ি ছিল। কিন্তু কোনওদিন মনে হয়নি একই শাড়ি পরে স্কুল পড়ুয়াদের মতো কলেজে যাচ্ছি। জামাকাপড় নো ম্যাটার, অলঙ্কার নো ম্যাটার। মানি ইজ নো ম্যাটার। মনে রাখবেন মানুষই ম্যাটার।’
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 5 =