কলকাতা: শুক্রবার রাতে ঘটে যাওয়া ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনায় মর্মাহত হয়েছে সকলেই। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার সকালেই ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছিলেন। সেই ঘোষণা মতোই বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি দুর্গতদের হাতে চেক তুলে দেবেন বলে জানা গিয়েছে। দুর্ঘটনায় নিহতদের পরিবার ও ক্ষতিগ্রস্তদের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি।
নবান্ন সূত্রে খবর, বালেশ্বরের ট্রেন দুর্ঘটনায় নিহত ও ক্ষতিগ্রস্তদের তালিকা দ্রুত পাঠাতে বলা হয়েছে সব জেলাশাসকদের। এদিন এই ইস্যুতে বৈঠক করেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। এই তালিকা প্রস্তুত হলেই বুধবার মুখ্যমন্ত্রী তাদের আর্থিক সাহায্য তুলে দেবেন বলে খবর। শেষ পাওয়া তথ্য অনুসারে, করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় বাংলার ৬২ জন মারা গিয়েছেন, আহতের সংখ্যাও বহু। এদিকে অনেকেই এখনও নিখোঁজ। পরিস্থিতির গাম্ভীর্য বুঝে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ৩ দিনের দার্জিলিং সফরও বাতিল করেছেন। সোমবারই তাঁর উত্তরবঙ্গে যাওয়ার কথা ছিল।
” style=”border: 0px; overflow: hidden”” title=”পেটের টানে ভিন রাজ্যে যাওয়ার পথে বিপত্তি!‘অভিশপ্ত’ করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় আহত বাঁকুড়ার ২ যুবক!” width=”853″>
ট্রেন দুর্ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, মৃত ব্যক্তিদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে এবং গুরুতর আহতদের দেওয়া হবে ১ লক্ষ করে। অল্প আহতদের ২৫ হাজার করে দেওয়া হবে। এছাড়া আগামী ৩ মাস এইসব পরিবারদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেবে সরকার। এই প্রেক্ষিতেই জানান হয়, যারা বেঁচে গিয়েছেন আপাতত তাঁদের ১০ হাজার টাকা করে দেওয়া হবে। তারপর ৩ মাস তাঁদের ২ হাজার টাকা করে দেওয়া হবে। সঙ্গে সরকারের তরফে সাহায্য বাবদ চাল, ডাল ইত্যাদি জিনিস তাঁদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে।