ডাক্তারিতে ডিপ্লোমা কোর্স! বিষয়টি নিয়ে ভাবার কথা বললেন মুখ্যমন্ত্রী

কলকাতা: বৃহস্পতিবার নবান্নে রিভিউ মিটিং ছিল। সেই বৈঠকে গুরুত্বপূর্ণ একটি প্রস্তাব দেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রস্তাব অনুযায়ী এবার থেকে ডাক্তারিতে ডিপ্লোমা কোর্স হতে চলছে। প্রাথমিক চিকিৎসার ক্ষেত্রে পরিষেবা আরও বাড়াতেই এই বিশেষ ভাবনা নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এতে সকলেই উপকৃত হবেন বলেই আশা প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন তিনি জানান, ইঞ্জিনিয়ারদের মতো চিকিৎসকদের জন্য ডিপ্লোমা কোর্স চালু করা যেতে পারে। ফলে চিকিৎসার প্রাথমিক কিছু বিষয় জানতে বেশি দিন সময় লাগবে না। পাঁচ বছরের পরিবর্তে তিন বছরে ডিপ্লোমা কোর্স পাশ করলেই চিকিৎসার লোক পাওয়া সম্ভব। প্রস্তাব অনুযায়ী, বিশেষজ্ঞ চিকিৎসকরা কিছু ব্যক্তিকে প্রশিক্ষণ দেবেন। সেই প্রেক্ষিতে স্যালাইন, অক্সিজেন দেওয়া, ওষুধ দেওয়া সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে বেশি দিনের প্রশিক্ষণের প্রয়োজন নেই। অল্প কিছু বছরের মধ্যেই তারা এই কাজে সক্ষম হবে। পরবর্তী সময়ে তাঁদের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো যেতে পারে।
তবে মুখ্যমন্ত্রীর এই প্রস্তাব বাস্তবে কতটা কার্যকরী হবে তা নিয়ে অনেকের সন্দেহ আছে। বিশেষ করে চিকিৎসক মহলের একটা বড় অংশই এই ব্যাপারে সহমত পোষণ করতে পারছে না। তাদের মতে, ডাক্তারি জিনিসটা অন্য সব কিছুর থেকেই আলাদা। তা রাতারাতি বা অল্প কিছু সময়ের মধ্যে শেখা বা রপ্ত করা সম্ভব নয়। ডাক্তারি পড়াশুনা শেষ করার পরেও অনেক কিছু জানার থাকে যার প্রক্রিয়া চলতেই থাকে। তাই এভাবে কিছু করলে তা বিরাট সমস্যা বাড়াতে পারে।