বিজয়া করতে রাজভবনে মমতা, ৪০ মিনিটের বৈঠক হল

বিজয়া করতে রাজভবনে মমতা, ৪০ মিনিটের বৈঠক হল

rajbhavan

কলকাতা: সংঘাতের আবহ যতই থাকুক, সংস্কৃতি সংস্কৃতির জায়গায়। সেটাই স্পষ্ট বোঝালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন রাজভবনে বিজয়া দশমী করতে যান তিনি। রাজ্যপাল সিভি আনন্দ বোসকে শুভেচ্ছা বার্তা দিয়ে তাঁর সঙ্গে প্রায় ৪০ মিনিট বৈঠক করেছেন মমতা বলে জানা গিয়েছে। এর আগে দশমীর পর বিজয়ার শুভেচ্ছা জানিয়ে রাজভবন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে মিষ্টি পাঠানো হয়েছিল। মুখ্যমন্ত্রীর দফতর থেকেও একই ভাবে মিষ্টি পাঠানো হয় রাজভবনে। সবশেষে আজ হল সৌজন্য সাক্ষাৎ।

রাজভবনের সঙ্গে রাজ্যের সংঘাত নতুন কিছু নয়। এই তো পুজোর আগেই ১০০ দিনের কাজে কেন্দ্রের বকেয়া টাকার ইস্যু নিয়ে রাজভবনের সামনে ধর্নায় বসেছিলেন শাসকদল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ একাধিক নেতারা। রাজ্যপাল অবশ্য তাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের ইস্যু দিল্লি গিয়ে তুলেও ধরেছিলেন। কিন্তু তাঁর সঙ্গে শাসক দল বা রাজ্যের সম্পর্কের বরফ যে গলেছে এমন নয়। কিন্তু সৌজন্যতা দেখানোতে কোনও খামতি রাখেনি কোনও পক্ষই। এদিন রাজভবন থেকে বেরিয়ে মমতা নিজেই বলেন, তিনি বিজয়ার শুভেচ্ছা জানাতে এসেছিলেন। এটাই ভদ্রতা।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 13 =