এগরার ঘটনায় আর্থিক সাহায্যের আশ্বাস মুখ্যমন্ত্রীর, ২ মাসের মধ্যে রিপোর্ট তলব

এগরার ঘটনায় আর্থিক সাহায্যের আশ্বাস মুখ্যমন্ত্রীর, ২ মাসের মধ্যে রিপোর্ট তলব

cm-announces-salary-hike-for-bengal-anganwadi-workers

এগরা: অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় এগরা নিয়ে আলোচনা চলছেই। বিরাট ডামাডোল সৃষ্টি হয়েছে রাজ্যে। স্বাভাবিকভাবেই চাপ বেড়েছে রাজ্য সরকারের ওপর। এই অবস্থায় আজ এগরার খাদিকুলে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে নিহতদের পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। তাদের সমবেদনা জানানোর পাশাপাশি অর্থ সাহায্য দেওয়ার এবং চাকরির বিষয় সুনিশ্চিত করার বার্তা দিয়েছেন তিনি। একই সঙ্গে আগামী ২ মাসের মধ্যে ঘটনা সম্পর্কিত রিপোর্ট তলব করেছেন তিনি বলে জানিয়েছেন। 

এদিন এগরায় পৌঁছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যে ঘটনা ঘটেছে তাতে তাদের চোখ খুলে গিয়েছে। এই প্রেক্ষিতে তিনি জানান, মুখ্যসচিবের নেতৃত্বে কমিটি হয়েছে, আগামী ২ মাসের মধ্যে তাঁর কাছে রিপোর্ট আসবে। এছাড়া মমতার কথায়, যেখানে যেখানে বেআইনি বাজি কারখানা আছে, তারা নিজেরা সরকার থেকে বাজি কারখানা তৈরির ক্লাস্টার তৈরি করবেন। চাকরি যাতে কারও নষ্ট না হয় সেই বিষয়েও খেয়াল রাখা হবে বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।