এখনই নয় পরীক্ষা, সোনিয়ার ডাকা বৈঠকের সুরেই কেন্দ্রের বিরুদ্ধে মমতার

এখনই নয় পরীক্ষা, সোনিয়ার ডাকা বৈঠকের সুরেই কেন্দ্রের বিরুদ্ধে মমতার

 

কলকাতা: নিট এবং জেইই পরীক্ষা পিছনোর দাবিকে সামনে রেখে আরও একবার জোটবন্ধ হওয়ার চেষ্টা করেছে বিরোধী শিবির৷ আর এর কেন্দ্রবিন্দুতে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিট এবং জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশন পিছনোর দাবিতে কেন্দ্রের উপর চাপ সৃষ্টি করতে বুধবার বৈঠক ডেকেছিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী৷ ওই বৈঠকে যোগ দেন মুখ্যমন্ত্রী৷ এই বৈঠকের প্রসঙ্গ টেনেই আরও একবার নিট এবং জেইই পরীক্ষা পিছনোর আর্জি জানালেন তিনি৷ 

আরও পড়ুন- বাংলায় হবে বিপুল কর্মসংস্থান, বিরাট প্রকল্পে মন্ত্রিসভার অনুমোদন, ঘোষণা মুখ্যমন্ত্রীর

 

বুধবার নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ১ থেকে ৬ সেপ্টেম্বরের মধ্যে জেইই ও নিট পরীক্ষার নির্দেশিকা জারি করা হয়েছে৷ এই পরীক্ষা কিন্তু রাজ্য সরকার নেয় না৷ নেয় কেন্দ্রীয় সরকার৷ অথচ আমাদের নির্দেশ দেওয়া হচ্ছে এই এই কেন্দ্রে পরীক্ষা নিতে হবে৷ এর জন্য ব্যবস্থা করুন৷ তিনি বলেন, প্রতিদিন  ৬৫ থেকে ৭০ হাজার লোক কোভিডে আক্রান্ত হচ্ছে, আর ২৫. ৫০ লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষায় বসতে চলেছে৷ তাঁদের পরীক্ষায় গাদগাদি করে বসতে হবে৷ এতে সংক্রমণের আশঙ্কা আরও বাড়বে৷ এছাড়াও বিভিন্ন রাজ্য থেকে ছেলে মেয়েরা পরীক্ষা দিতে আসবে৷ তাঁরা কী ভাবে আসবে? যানবাহন কী ভাবে পাবে৷ এই সব না ভেবেই পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র৷ 

আরও পড়ুন- করোনাকে বাগে আনতে কলকাতার ওয়ার্ডে শুরু কো-মর্বিডিটি সার্ভে

মুখ্যমন্ত্রী আরও বলেন, এই পরীক্ষা স্থগিত রাখার জন্য আমরা কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানাচ্ছি৷ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর আলোচনা করে পরীক্ষার দিনক্ষণ ঠিক করা উচিত৷ আমরা মনে করি ছেলেমেয়েরা তাঁদের কেরিয়ার তৈরি করবে কষ্ট করে৷ তাঁদের জীবন দিয়ে নয়৷ তাঁদের জীবন বাঁচানোই যদি আমাদের লক্ষ্য হয়, তাহলে কেন আরেকটা প্যান্ডেমিকের দিকে আমরা এগিয়ে যাব? যে প্যান্ডেমিকের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আগে সেটা রুখতে হবে৷ তারপর পরীক্ষা নেওয়া হোক৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + seven =