Aajbikel

অহেতুক হস্তক্ষেপ করছেন, ধনকড় এমন ছিলেন না! বোসকে নিশানা মমতার

 | 
cv_mama

কলকাতা: রাজভবনের সঙ্গে রাজ্যের সংঘাত নতুন কিছু নয়। জগদীপ ধনকড় রাজ্যপাল থাকাকালীন বাংলার সরকারের সঙ্গে তাঁর কী সম্পর্ক ছিল তা সকলেই জানেন। বর্তমানে সিভি আনন্দ বোস এই পদে আসায় অনেকেই ভেবেছিল আগের মতো ঘটনা হয়তো ঘটবে না। কিন্তু শুরুর দিকে কিছুটা পরিস্থিতি ঠিক থাকলেও এখন তা একেবারেই ভালো নয়। তার প্রমাণ আজ আবারও পাওয়া গেল। নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে তাঁকে চরম নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, তিনি মুখোশ পরে বিজেপি যা বলছে তাই করছেন। 

রাজ্যপাল পদে আসার পর একাধিক বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন সিভি আনন্দ বোস, এমনই দাবি শাসকের। পঞ্চায়েত ভোটের আবহে তাঁর কাজের তৎপরতা আরও বেড়েছে, একই সঙ্গে বেড়েছে বিজেপির তাঁর কাজের প্রতি প্রশংসা। এতেই আপত্তি তুলেছে রাজ্য সরকার। রাজ্যপালের একাধিক সিদ্ধান্তের বিরোধিতা করে সরব হয়েছে নবান্ন। এদিন মুখ্যমন্ত্রী এই ইস্যুতে বলেন, রাজ্যের অধিকারের বিষয়ে অহেতুক হস্তক্ষেপ করছেন রাজ্যপাল। সম্প্রতি নাকি দুর্নীতির ব্যাপারে স্পেশাল সেল করছেন তিনি। তবে এটা তাঁর কাজ নয়, মন্তব্য মমতার। 

রাজ্যপালের অধিকার নিয়ে প্রশ্ন তুলে এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, বাইরের থেকে লোক নিয়ে এসে এক্সপার্ট কমিটি তৈরি করছেন। কখনও উনি কেরলের একজনকে নিয়ে এসে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি করে দিয়েছেন। নিয়ম হচ্ছে রাজ্য তিনটি নাম পাঠাবে। তারমধ্যে উনি একটা বাছবেন। ধনখড়ের সময় এই নিয়েও অনেক বিতর্ক হয়েছে। ঝগড়া হয়েছে। কিন্তু, উনি এমনটা করেননি। তবে মমতা এও বলেন, সবটা রাজ্যপালের দোষ নয়, বিজেপি ইশারায় সব হচ্ছে। 

Around The Web

Trending News

You May like