কোথায় থমকে উত্তরবঙ্গের উন্নয়ন? কী হাল প্রকল্পের, রিপোর্ট তলব মুখ্যমন্ত্রীর

কোথায় থমকে উত্তরবঙ্গের উন্নয়ন? কী হাল প্রকল্পের, রিপোর্ট তলব মুখ্যমন্ত্রীর

কলকাতা: মুখ্যমন্ত্রী তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে কী কী প্রকল্পের কাজ বকেয়া রয়েছে তার বিস্তারিত রিপোর্ট চলতি সপ্তাহের মধ্যে জমা দেওয়ার জন্য দফতরের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন৷ চালু প্রকল্পগুলি বা বর্তমানে কী অবস্থায় আছে সেগুলিও দ্রুত জানানোর জন্য তিনি আধিকারিকদের বলেছেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে৷

পাশাপাশি দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনকে ইদের পরেই তাঁদের সঙ্গে আলোচনায় বসার কথা বলেছেন তিনি৷ এখন থেকে কোনও বড় প্রকল্প কার্যকর করার আগে আবশ্যিকভাবে তার বিস্তারিত প্রকল্প রিপোর্ট মুখ্যমন্ত্রীর দফতরে জানাতে হবে বলে নবান্ন থেকে সব দফতরের মন্ত্রী ও সচিবদের নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর৷ এই দিকে আগামী পাঁচ বছর দলীয় বিধায়কদের কী কাজ হবে, কীভাবে সেই কাজ তারা করবেন তা নিয়ে মুখ্যমন্ত্রী বিধায়কদের চিঠি লিখেছেন৷ চিঠিতে এলাকার মানুষদের সঙ্গে নিয়মিত নিবিড় যোগাযোগ বজায় রেখে সব সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা যেন দলমত নির্বিশেষে সবার কাছে পৌঁছয় তা নিশ্চিত করার কথা বলেছেন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 3 =