Aajbikel

কিছু প্রমাণ হওয়ার আগেই অভিযুক্ত? নুসরত ইস্যুতে মুখ খুললেন মুখ্যমন্ত্রী

 | 
mama_nusrat

কলকাতা: তৃণমূল সাংসদ তথা জনপ্রিয় অভিনেত্রী নুসরত জাহানের বিরুদ্ধে ২০ কোটি টাকার বেশি প্রতারণার অভিযোগ তুলেছে বিজেপি। দাবি করা হয়েছে, যে তিনি সংস্থার ডিরেক্টর ছিলেন তারা মানুষের থেকে বহু টাকা নিয়ে ফ্ল্যাট দেবে বলেও দেয়নি। যদিও আজ সাংবাদিক বৈঠক করে নিজেকে সম্পূর্ণ নির্দোষ বলেই দাবি করেন নুসরত। এও বলেন, ঋণ নেওয়া টাকা সুদসমেত ফেরত দিয়েছেন তিনি। এই বিষয় নিয়ে মুখ খুলেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

নবান্ন থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নুসরত ইস্যুতে খানিক মন্তব্য করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। তিনি প্রথমেই বলেন, বিষয়টি না জেনে তিনি কিছু বলবেন না। বিষয়টি নিয়ে আইনি কাজ চলছে তাই তাঁর মন্তব্য করা ঠিক নয়। কিন্তু এই কথা বলেও তাঁর প্রশ্ন, কিছু প্রমাণ হওয়ার আগেই অভিযুক্ত হিসেবে কেন চিহ্নিত করা হবে কাউকে? মমতা বলেন, কেউ কারোর বিরুদ্ধে অভিযোগ করতেই পারে। কিন্তু তার আগেই মিডিয়া ট্রায়াল হয়ে যাচ্ছে। অভিযোগ সত্যি কিনা সেটা আগে দেখতে হবে। এই প্রেক্ষিতে মমতা এটাও জানান, আইন আইনের পথে চলছে। অভিযোগ সত্যি প্রমাণ হলে ব্যবস্থা হবে। একই সঙ্গে তিনি এও জানান, নুসরত যদি ডিরেক্টর হয়েও থাকেন, এমন অনেক ডিরেক্টর আছেন সব জায়গায়। 

বসিরহাটের তৃণমূল সাংসদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তার প্রেক্ষিতে এদিন তিনি স্পষ্ট বলেন, তিনি দুর্নীতিতে যুক্ত নন এবং এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। নুসরত জানান, ১ কোটি ১৬ লক্ষ টাকার কিছু বেশি ঋণ নিয়ে তিনি বাড়ি কিনেছিলেন। যে সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন তাদের থেকে ঋণ নেন। কিন্তু সেই ঋণ ২০১৭ সালেই সুদসমেত ফেরত দিয়ে দিয়েছেন তিনি। এমনকি তাঁর কাছে ব্যাঙ্কের নথিও আছে।

Around The Web

Trending News

You May like