৩৬ হাজার চাকরি বাতিল, হতাশ হতে বারণ করলেন মমতা

৩৬ হাজার চাকরি বাতিল, হতাশ হতে বারণ করলেন মমতা

কলকাতা: নিয়োগে বেনিয়মের অভিযোগে এক লপ্তে ৩৬ হাজার প্রাথমিক শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ সে নিয়ে আজ নবান্নে মুখ খোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, চাকরিহারারা যেন হতাশ না হন কারণ সরকার তাদের পাশে আছে। যদিও আদালত যে সিদ্ধান্ত নিয়েছে তাকে ‘স্বাগত’ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু তিনি চিন্তা প্রকাশ করেছেন যে, চাকরি যারা হারিয়েছেন তারা ভালো-মন্দ কিছু করে ফেলতেও পারেন। 

নবান্নে এদিন এই বিষয় নিয়ে মুখ খুলে মমতা জানান, যারা চাকরি হারিয়েছেন তাদের মধ্যে অনেকের ফোন আসছে সরকারের কাছে, আবেদন করছেন কিছু করার জন্য। মমতার কথায়, তারা অনেকেই এই রায়ের পর অবসাদে ভুগছেন, হতাশ হয়ে পড়েছেন। এই অবস্থায় খারাপ কিছু হওয়ার সম্ভাবনা আছে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। এই পরিপ্রেক্ষিতে তিনি জানান, কলকাতা হাইকোর্টের একক বেঞ্চ যে রায় দিয়েছে তার বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে যেতে পারে রাজ্য।