দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধন কবে? ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী

দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধন কবে? ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী

cm-announces-salary-hike-for-bengal-anganwadi-workers

cm

কলকাতা: লোকসভা নির্বাচনের আর বেশি দেরি নেই। তার আগে বিজেপি সরকার রাম মন্দির উদ্বোধন করছে। আসন্ন ভোটের আগে মোদী বাহিনীর যে এটা মাস্টারস্ট্রোক হতে চলেছে তাতে সন্দেহ করছেন না অনেকেই। তবে পিছিয়ে নেই বাংলার শাসক দলও। জানা গিয়েছে, খুব শীঘ্রই দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হতে পারে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, নির্বাচনের আগে সংগঠন মজবুত করতে অনেকটা একই পথে হাঁটছে দুই দল।

শুক্রবার পোস্তা বাজারে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি ঘোষণা করেন, আগামী এপ্রিল মাসের মধ্যেই দিঘার জগন্নাথ মন্দির তৈরি হয়ে যাবে। মন্দিরের দরজা সর্বসাধারণের জন্য তাড়াতাড়িই খুলে দিতে চাইছেন তিনি। দিঘার জগন্নাথ মন্দিরের প্রসঙ্গ ছাড়াও মুখ্যমন্ত্রী জানান, বাংলায় তাঁর আমলে কী কী কাজ হয়েছে। তারাপীঠ, চাকলাসহ নানা জায়গাকে যে ঢেলে সাজানো হচ্ছে, সে বিষয়েও সকলকে ফের অবগত করেন তিনি। 

রাজনৈতিক বিশ্লেষকদের একটা বড় অংশের মতে, ধর্মতলায় লক্ষ কণ্ঠের গীতাপাঠে যোগ দেবেন বলে ডিসেম্বর মাসে কলকাতায় আসার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তার আগে আবার শহরে আসতে চলেছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই আবহে দিঘার জগন্নাথ মন্দির নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা ভীষণ তাৎপর্যপূর্ণ। বিজেপি রাজ্যের শাসকদলকে হিন্দু বিরোধী তকমা দিতে মরিয়া থাকে। সেই প্রেক্ষিতেও মুখ্যমন্ত্রীর এই ঘোষণা গুরুত্বপূর্ণ বলে মত।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + five =