উপাচার্যকে বেনজির আক্রমণ, ‘বিজেপি-র স্ট্যাম্প মারা’ বলে কটাক্ষ করলেন মমতা

উপাচার্যকে বেনজির আক্রমণ, ‘বিজেপি-র স্ট্যাম্প মারা’ বলে কটাক্ষ করলেন মমতা

বোলপুর: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংঘাতে রাজ্য৷ অমর্ত্য সেনের জমি বিতর্ক থেকে বিশ্বভারতীর শতবর্ষ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ না জানানোর অভিযোগকে কেন্দ্র করে চড়েছে বিতর্কের পারদ৷ মঙ্গলবার বোলপুরের সভা থেকে বিশ্বভারতীর উপাচার্যকে বেনজির আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ উপাচার্যকে ‘বিজেপির মার্কা মারা’ বলে উল্লেখ করলেন তিনি৷ 

আরও পড়ুন- ‘পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে তাই আক্রমণ করছে’, নন্দীগ্রাম হামলায় তৃণমূলকে নিশানা শুভেন্দুর

এদিন বিজেপি’কে নিশানা করার পাশাপাশি নিন্দা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘বিশ্বভারতী দাঙ্গার কেন্দ্রে পরিণত হয়েছে৷ বিশ্বভারতী কি আর উপাচার্য পায়নি? বেছে বেছে একেবারে মার্কা মারা, বিজেপির স্ট্যাম্প মারা,  অনলাইনে স্ট্যাম্প মারা বিজেপির একজনকে নিয়ে আসা হয়েছে৷’’ বিশ্বভারতীয় উপাচার্য বিজেপি’র কেন্দ্রীয় সরকারের অনুগত বলে এর আগেও একাধিকবার আঙুল তুলেছে রাজ্যের শাসক দল৷ তাঁর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশও করেছে৷ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েও তিনি রবীন্দ্র ঐতিহ্য সম্পর্কে অজ্ঞাত বলেও সুর চড়িয়েছে তৃণমূল৷ এদিন সব কিছুর উর্ধ্বে উঠে তাঁকে বিজেপি’র মার্কামারা বলে সরাসরি আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ 

আরও পড়ুন- প্রার্থী হওয়ার অভিনব সুযোগ দিচ্ছে বিজেপি! ড্রপ বক্সে জমা দিন তথ্য

প্রসঙ্গত, গত সপ্তাহে বোলপুরে রোড শো করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ এদিন তাঁর পাল্টা পদযাত্রা করেন মুখ্যমন্ত্রী৷ বিজেপি’কে কড়া ভাষায় বেঁধার পর নিশানা করলেন উপাচার্যকে৷ এর আগে বিশ্বভারতীর শতবর্ষ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ না জানানোর অভিযোগ উঠেছিল উপাচার্যের বিরুদ্ধে৷ বিজেপি’প পাল্টা অভিযোগ ছিল,  রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে প্রতিষ্ঠিত বিশ্বভারতীকে নিয়ে রাজনীতি করছেন মুখ্যমন্ত্রী৷   দলের টুইটার হ্যান্ডলে ‘হ্যাশট্যাগ মমতা ইনসাল্টস গুরুদেব’ প্রচারও শুরু হয়৷ কিন্তু তৃণমূলের তরফে ব্রাত্য বসু পাল্টা অভিযোগ করে বলেন, আমন্ত্রণ পত্র যদি পাঠানোই হয়, তার কোনও প্রাপ্তি স্বীকার করা হয়েছিল কি? উপাচার্য নিজেই সই করে নিজের কাছে ওই চিঠি রেখে দিয়েছিলেন৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *