Aajbikel

ভুল হয়ে গিয়েছে! সিঙ্গুরে দাঁড়িয়ে কোন সিদ্ধান্ত নিয়ে বললেন মুখ্যমন্ত্রী

 | 
mamata

সিঙ্গুর: 'পথশ্রী-রাস্তাশ্রী' প্রকল্পের সূচনায় সিঙ্গুর গিয়ে বিজেপি’কে বিঁধেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ গ্যাসের দাম বৃদ্ধি, একশো দিনের কাজের টাকা না পাওয়া থেকে শুরু করে একাধিক বিষয়ে তিনি তাদের বিরুদ্ধে আগেও ক্ষোভ উগড়েছেন, এদিনও ক্ষোভ প্রকাশ করেছেন। কিন্তু মঙ্গলবার একটি বিষয়ে নিজের ভুল স্বীকার করলেন মমতা। কী সেই বিষয় যা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভুল স্বীকার করাল? 

আরও পড়ুন- বাবা কার নামে কিনবে তা কুণাল ঘোষের বাবা ঠিক করবে না! আক্রমণে শতরূপ

এদিন রাস্তাশ্রী-পথশ্রী প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী সরাসরি বলেন, জিএসটিকে সমর্থন করে ভুল করেছেন তিনি। তাঁর বক্তব্য, কেন্দ্র জিএসটির নামে প্রতি বছর বহু টাকা রাজ্যের কাছ থেকে আদায় করলেও, রাজ্যের প্রকল্পের বরাদ্দ টাকা আটকে রেখে দেওয়া হয়। এদিকে বাংলার প্রকল্পের টাকা আটকে রেখে দেওয়া হয়। তাই তিনি স্পষ্ট বলছেন, জিএসটিকে সমর্থন করা ভুল সিদ্ধান্ত ছিল। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আর্থিক বঞ্চনা ও মূল্যবৃদ্ধির অভিযোগ এনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে ‘নন্দলাল’ বলেন মুখ্যমন্ত্রী৷ যদিও তাঁর দাবি, বাংলা নিজের কাজ নিজেই করতে পারে। 

তবে আজ গ্যাসের দামের ইস্যু নিয়ে সবথেকে বেশি চাঁচাছোলা আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ‘আমার বন্ধু সরকারকে বলতে চাই। বন্ধু মানে জানেন তো! শত্রু তো আর বলতে পারি না। খারাপ শোনায়। এটা সৌজন্য। মা বোনেরা শুনুন, ওদের বলবেন, বাহবা নন্দলাল/ ১১৪৯ টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল।’ প্রসঙ্গত, রাজ্য সরকার এখনও রেশনে বিনা পয়সায় চাল দিচ্ছে৷ 

Around The Web

Trending News

You May like