ভুল চিকিৎসার জন্য সেপটিক! কোন হাসপাতালকে কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী

ভুল চিকিৎসার জন্য সেপটিক! কোন হাসপাতালকে কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী

cm

কলকাতা: ভুল চিকিৎসার অভিযোগ হাসপাতালের বিরুদ্ধে। না, কোনও আমজনতা বা বিরোধী রাজনৈতিক দলের কোনও নেতা নন, এই অভিযোগ এনেছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতালের নাম না নিলেও তিনি কোন হাসপাতালকে কাঠগড়ায় তুলেছেন তা বুঝতে কারোর অসুবিধা হবে না। আসলে তাঁর পায়ে চোট ছিল, বিদেশ সফরে গিয়ে সেই চোট বাড়ে। কলকাতায় ফিরে তিনি যান এসএসকেএম হাসপাতালে। সেখানকার চিকিৎসকদের পরামর্শ অনুযায়ীই তাঁর চিকিৎসা হয়। 

কখনও সরকারি আবার কখনও বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ ওঠে। এই ইস্যুতে কম হট্টগোল দেখেনি রাজ্য। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় যখন রাজ্যের এক উচ্চ মানের হাসপাতালের বিরুদ্ধে এই অভিযোগ শোনা যায় তখন অবাক হতেই হয়। এদিন নবান্নের সাংবাদিক বৈঠক থেকে তিনি জানান, ভুল চিকিৎসার জন্য সেপটিকের মতো হয়ে গিয়েছিল তাঁর। যেভাবে স্যালাইন দেওয়া হয়, সাতদিন সেভাবে চ্যানেল করা ছিল। বিছানা থেকে উঠতে পারেননি তিনি। যদিও তাঁর শারীরিক অবস্থার জন্য কাজের কোনও ক্ষতি হয়নি বলেই দাবি করেছেন মমতা। 

প্রসঙ্গত, গত ১১ সেপ্টেম্বর শেষবার নবান্নে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তারপর হয় বিদেশ সফর। ২৩ সেপ্টেম্বর কলকাতায় ফিরে আর নবান্নের দিকে পা বাড়াতে পারেননি তিনি। শহরে ফেরার পর আবার পায়ে যন্ত্রণা অনুভব করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসএসকেএম-এর চিকিৎসকদের কথামতো তারপর চলে যান সম্পূর্ণ বিশ্রামে। এমনকি পুজোর সময়ও তিনি বেরতে পারেননি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *