কলকাতা: ভেজাল মদের কারবার রুখতে পুলিশ-প্রশাসনকে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার কালনায় সরকারি সভার মঞ্চ থেকে তিনি জানিয়েছেন, ভেজাল মদের কারবার কড়া হাতে দমন করতে হবে। এই বিষয়ে পুলিশ এবং আবগারি দপ্তরের আধিকারিকদেরও কড়া হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। উল্লেখ্য, বিষমদে মৃতদের পরিবারকে রাজ্য সরকারের তরফে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। সরকার শান্তিপুর বিষমদকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে রয়েছে বলেও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।
