BREAKING: পুজোর মধ্যেই সাড়ে ২৪ হাজার শিক্ষক নিয়োগ! বিরাট ঘোষণা মমতার

BREAKING: পুজোর মধ্যেই সাড়ে ২৪ হাজার শিক্ষক নিয়োগ! বিরাট ঘোষণা মমতার

কলকাতা: শিক্ষক নিয়োগ নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নবান্নে সাংবাদিক বৈঠক করে তিনি জানান, পুজোর আগেই প্রাথমিকে ১০ হাজার ৫০০ শিক্ষক নিয়োগ হবে এবং আপার প্রাইমারিতে ১৪ হাজার শিক্ষক নিয়োগ হবে। যার অর্থ পুজোর মধ্যেই সাড়ে ২৪ হাজার শিক্ষক নিয়োগ করবে রাজ্য। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, আগামী দুর্গা পুজোর পরে আরও ৭ হাজার শিক্ষক নিয়োগ করা হবে। এক্ষেত্রে মমতা স্পষ্ট করে দেন, মেধার ভিত্তিতে স্কুলে শিক্ষক নিয়োগ করা হবে, মেধাই হবে একমাত্র পরিচয়। আদালতে মামলা চলার জন্য এতদিন শিক্ষক নিয়োগ বন্ধ ছিল কিন্তু এবার শিক্ষক নিয়োগ নিয়ে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। সেই প্রেক্ষিতেই আজ তিনি এই ঘোষণা করলেন বলে জানিয়েছেন।

শিক্ষক নিয়োগ নিয়ে বড় ঘোষণা করার পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করোনাভাইরাস পরিস্থিতি সম্পর্কেও রাজ্যের পরিস্থিতির কথা তুলে ধরেন। তিনি বলেন এখন বাংলায় করোনা ভাইরাস সংক্রমণ অনেকটাই কমেছে যা নির্বাচনের সময়ে প্রচুর বেড়ে গেছিল। যদিও তৃতীয় ঢেউয়ের আগে সব রকমের ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার বলে জানান তিনি। ভ্যাকসিন প্রসঙ্গে মমতা বলেন, ইতিমধ্যে রাজ্যের দুই কোটি মানুষকে ভ্যাকসিন দিয়েছে সরকার, আজ থেকে আরও ভ্যাকসিন দেওয়া শুরু হবে। শিশুদের জন্য আলাদা চিন্তাভাবনা করতে হবে বলে সকলকে সতর্ক করেন তিনি। একই সঙ্গে এও জানান যে, হাসপাতালগুলিতে শিশুদের জন্য বেডের সংখ্যা বাড়ানো হচ্ছে যাতে তৃতীয় ঢেউয়ের সময়ে বড় রকম সমস্যা না হয়। এর পাশাপাশি সকলকে সতর্ক এবং সচেতন থাকার বার্তা দিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + 8 =