Aajbikel

রয়েছে কর্মসূচি, ডিসেম্বরের শুরুতেই উত্তরবঙ্গ যেতে পারেন মুখ্যমন্ত্রী

 | 
মমতা

কলকাতা: আবার উত্তরবঙ্গ সফরের প্রস্তুতি নিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, আগামী মাসের শুরুর দিকেই তিনি পাহাড় যেতে পারেন। সেখানে প্রশাসনিক সভার পাশাপাশি অন্য কর্মসূচিও রয়েছে তাঁর বলে খবর। দিনক্ষণ এখনও ঠিক না হলেও, ডিসেম্বরে তিনি যদি উত্তরবঙ্গে যান, তাহলে বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের পর এটাই মুখ্যমন্ত্রীর প্রথম উত্তরবঙ্গ সফর হবে। 

নবান্ন সূত্রে খবর, পাহাড়ে গিয়ে ২টি প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি চা-বাগান শ্রমিকদের হাতে তুলে দেবেন বসত জমির পাট্টা এবং ভূমিহীনদের হাতে জমির পাট্টাও তুলে দেওয়ার কথা আছে তাঁর। এই সফর হলে আসন্ন লোকসভা নির্বাচনের আগে তা যে বিশেষ তাৎপর্যপূর্ণ হবে সেটা বলাই যায়। যদিও ভোটের আগে তিনি যে আর উত্তরবঙ্গ সফরে যাবেন না এমনটা নয়। তবে এই মুহূর্তে পাহাড়ে বিজেপির যা অবস্থা তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফর বড় প্রভাব ফেলবে বলেই রাজনৈতিক মহলের ধারণা। 

শেষ কয়েক বছরে উত্তরবঙ্গে বিজেপির প্রভাব বেড়েছে বললে ভুল হবে না। শেষ লোকসভা এবং বিধানসভা ভোটে তৃণমূল বিশেষ কিছু লাভ করতে পারেনি সেখানে। কিন্তু হালে পাহাড়ে পদ্মশিবিরে রীতিমতো ধস নেমেছে। একুশের বিধানসভা নির্বাচনে জেতা ধূপগুড়ি কেন্দ্রটিও তৃণমূলের কাছে উপনির্বাচনে হারতে হয়েছে তাদের। সেই প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় এই সফরে গিয়ে ঠিক কী বার্তা দেন, সেটাই দেখার।  

Around The Web

Trending News

You May like