গা কুটকুট করছে, চুলকাচ্ছে? তাহলে কী করবেন? জানালেন মুখ্যমন্ত্রী

গা কুটকুট করছে, চুলকাচ্ছে? তাহলে কী করবেন? জানালেন মুখ্যমন্ত্রী

 

কলকাতা: করোনা সংক্রমণ রুখতে এবার ঘরোয়া টোটকা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ নবান্ন থেকে রাজ্যবাসীকে দিলেন বেশ কিছু পরামর্শ৷ ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পেতে কী কী করনীয়, তাও জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী৷

আরও পড়ুন- কবে খুলবে স্কুল-কলেজ? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, বাড়াল বন্ধের মেয়াদ

আজ নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেখানে আগামী ৩১ আগস্ট পর্যন্ত লকডাউনে মেয়াদ বাড়ানোর ঘোষণা করেছেন তিনি৷ একইসঙ্গে আগামী মাসে ৯ দিনের লকডাউনের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সম্পূর্ণ লকডাউন ঘোষণা হওয়ার পর রাজ্যবাসীর উদ্দেশ্যে বেশ কিছু পরামর্শ দেন তিনি৷

আরও পড়ুন- উৎসবে ছাড় দিয়ে বাংলায় ৯ দিন সম্পূর্ণ লকডাউন ঘোষণা মুখ্যমন্ত্রীর

জানান, ‘‘দয়া করে রাস্তায় আড্ডা মারবেন না৷ তারপর আবার বর্ষাকাল শুরু হয়েছে৷ ডেঙ্গু নিয়ে অবহেলা করবেন না৷ নিজের বাড়ি পরিষ্কার করবেন৷ ফুলের টপ থেকে শুরু করে এসি মেশিন, যা যা আছে৷ পরিষ্কার জল জমতে দেবেন না৷ পরিষ্কার জলেও ডেঙ্গু হয়৷ এখন বর্ষাকাল৷ সুতরাং একটার পর একটা রোগ এসেই চলেছে৷ রোগ তো কারও হাতে নেই৷ কে কী কখন বহন করে নিয়ে আসছে, সেটা আমরা জানি না৷ সারা পৃথিবীজুড়ে একটা যুদ্ধ চলছে৷ একদিকে রোগ প্রতিরোধ করা, অন্যদিকে মেডিসিন খুঁজে বার করা৷ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ, রোগীর সঙ্গে নয়, রোগের সঙ্গে লড়াই করুন৷ তাই সকলে মিলে যতটা পারবেন সাবধানে থাকবেন৷’’

এরপর মুখ্যমন্ত্রী পরামর্শ দিয়ে বলেন, ‘‘বাইরে থেকে পরে আসা জামাকাপড় ছেড়ে রাখবেন৷ ডিটারজেন্টে ভিজিয়ে রাখবেন৷ পরিষ্কার জলে, সাবান জলে ধুয়ে নেবেন৷ বাইরের জুতো পড়ে ঘরে ঢুকবেন না৷ এ কতগুলি কথা স্বাভাবিক জীবনে, সাধারণ জীবনে আমিও মেনে চলি৷ গা কুটকুট করলে অনেক সময় মনে রাখবেন, অনেক সময় হাত চুলকাচ্ছে, মাথা চুলকাচ্ছে, হ্যান্ড স্যানিটাইজার দিয়ে একটু ঘষে দেবেন৷ চোখে অনেক সময় জল পরছে৷ ভাইরাস থাকতে পারে৷ ওখান থেকে করোনা হয়৷ চোখটাও সাবধানে রাখতে হবে৷ কোথাও হাতে-পায়ে চুলকাচ্ছে, মাথা চুলকাচ্ছে, গা চুলকাচ্ছে, হ্যান্ড স্যানিটাইজার দিয়ে একটু ঘষে নেবেন৷ তখনকার মতো ওটা মরে যাবে৷ না হলে করোনা কিন্তু বসে থাকবে৷ যতটা পারবেন, সবাইতো সাবধান থাকতে পারে না৷ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 16 =