টিকিয়াপাড়া: ‘তোমার অত কীসের মজা? সব শকুনের মতো বসে আছে’

টিকিয়াপাড়া: ‘তোমার অত কীসের মজা? সব শকুনের মতো বসে আছে’

কলকাতা: টিকিয়াপাড়ায় পুলিশের ওপর আক্রমণের ঘটনায় এবার নিজের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ নবান্নে নাম না করে কার্যত বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েননি মুখ্যমন্ত্রী৷ পুলিশ ও স্থানীয়দের পাশে দাঁড়িয়ে দিয়েছেন কড়া বার্তা৷

মুখ্যমন্ত্রী আজ সাংবাদিক বৈঠক শেষের দিকে বলেন, ‘‘টিকিয়াপাড়া একটা ঘটনা ঘটেছে৷ ঘটনা ঘটা উচিত ছিল না৷ এবং ঘটনাটা ঘটেছে আমি পুলিশকে বলেছি, শক্ত ব্যবস্থা নিতে৷ যাঁরা আসল দোষী, ইনোসেন্টদের হারাস না করে৷ অবশ্যই, আমরা মনে করি যেটা অন্যায় সেটা অন্যায়৷ সেক্ষেত্রে আমরা সবার ক্ষেত্রেই সমান মানবতার দিক থেকে দেখি৷ এটা বাংলা৷ আমরা কখনও জাতি-ধর্ম করি না৷ আমরা সব মানুষকেই ভালোবাসি৷ সবাই আমাদের ভাই বোন৷ কিন্তু, অন্যায় যে করে সে অন্যায়কারী হিসেবে পরিচিত হয়৷ তার কোন হিন্দু নেই, মুসলিম নেই, সিস্টার নেই৷ অপরাধ অপরাধই৷’’

এরপর মুখ্যমন্ত্রী বলেন, ‘‘একটা থানায় একটি ঘটনা ঘটলে, ভারতবর্ষজুড়ে, মহাভারত, বেদ, বেদান্ত করে দিচ্ছে৷ যেন কত বড় বিজেপির জয়৷ কী করে অপদস্থ করা যায়৷ আরে ভাই, টিকিয়াপাড়া একটা ঘটনা ঘটেছে৷ পুলিশ অ্যাকশন নেবে৷ তোমার অত কীসের মজা? তুমি টিকিয়াপাড়া নিয়ে সারা ভারতবর্ষে বাংলা সরকারকে অপদস্ত করা হচ্ছে৷ শকুনের মতো বসে আছে৷ শকুন যেমন বসে থাকে, কখন একটা মৃতদেহ আসবে, শেখাবে বসে বসে খাবে৷ কাজ নেই রাজনীতি করছে৷ বলুন না রাস্তার ঝাট দেওয়ার লোক পাচ্ছি না৷ ওরা রাস্তাটা পরিষ্কার করে দিলেও তো কাজে লাগে৷’’