রাস্তায় ফেলে পুলিশকে পেটাল জনতা, জবাব দিলেন মমতা

রাস্তায় ফেলে পুলিশকে পেটাল জনতা, জবাব দিলেন মমতা

কলকাতা: ত্রাণের দাবিতে পুলিশ-জনতার সংঘর্য৷ রণক্ষেত্র উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায়৷ পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি ইট বৃষ্টি বিক্ষুব্ধ জনতার৷ পাল্টা লাঠিচার্জ  পুলিশের৷ জনতার ছোড়া ইটের ঘায়ে জখম বাদুড়িয়া থানার ওসি-সহ ৪ পুলিশকর্মী৷ যদিও প্রশাসনের দাবি, গণবন্টনের কোনও সমস্যা তৈরি হয়নি৷ নবান্ন থেকেও একই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

পুলিশের উপর হামলার বিষয়ে মুখ্যমন্ত্রী কিছু না বললেও কেন এন ঘটল? তার জনাব দিয়েছেন৷ নবান্নে সাংবাদিক বৈঠকের শেষের মুহূর্তে বাদুড়িয়াকাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আজ বাদুড়িয়ায় যে ঘটনাটা দেখানো হচ্ছে, ওটা সরকারি রেশন নিয়ে নয়৷ অনেক জায়গায় এনজিওরা  হেল্প করছে৷ কোথাও কোথাও রাজনৈতিক দল হেল্প করছে৷ এটা ওদের নিজেদের টাকায় নিজেদের জিনিস৷ কতটা দিতে পারবে, না পারবে সেটা তাঁদের বিষয়৷ সরকারি রেশশন মাসে ৫ কেজি পাবে বলেছে, তারা পাবে৷ একবারে দেওয়া হোক আর দু’বারে দেওয়া হোক৷ যেহেতু জোগাড় করতে একটু সময় লাগে৷ আমরা বলেছি, পাঁচ কেজি দেব, ৫ কেজি দিয়ে দেব৷ তবে এই একটা কথা, আমরা প্যাকেট করছি না৷ প্যাকেট করলে অনেকে বলবে আমরা কম দিচ্ছি৷’’