যোগীর প্রদেশে বাংলার শ্রমিক মৃত্যু, শোকার্ত মুখ্যমন্ত্রী, ক্ষতিপূরণ ঘোষণা

যোগীর প্রদেশে বাংলার শ্রমিক মৃত্যু, শোকার্ত মুখ্যমন্ত্রী, ক্ষতিপূরণ ঘোষণা

597a9a5508a97e4036bb27440972c295

কলকাতা ও লখনউ: অব্যাহত শ্রমিক মৃত্যু মিছিল৷ যোগীর প্রদেশ থেকে ঘরে ফেরার পথের বলি বাংলা-সহ বিহার ও ঝাড়খণ্ডের অন্তত ২৩ জন শ্রমিক৷ দু’টি ট্রাকের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন উত্তর প্রদেশের আরাইয়া থেকে বাড়ি ফিরতে চাওয়া ২৩ জন শ্রমিক৷ দুর্ঘটনায় জখম হয়েছে ১৫ থেকে ২০ জন৷ ইতিমধ্যেই উত্তরপ্রদেশে মৃত বাংলার চার শ্রমিকের পাশে দাঁড়ানোর ঘোষণা করেছে রাজ্য সরকার৷ মৃত শ্রমিকদের প্রতি সমবেদনা জানিয়ে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে রাজ্য স্বরাষ্ট্র দফতরের তরফে৷

উত্তরপ্রদেশের শ্রমিক দুর্ঘটনার খবর পেয়ে টুইটারে গভীর শোক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মৃত্যুতে মুখ্যমন্ত্রী মর্মাহত মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মৃত শ্রমিকদের পরিবারের পাশে থাকবে রাজ্য সরকার৷ জানা গিয়েছে, উত্তরপ্রদেশে দুর্ঘটনায় পুরুলিয়ার ৪ জন শ্রমিকের মৃত্যু হয়েছে৷ টুইটে মুখ্যমন্ত্রী শোক প্রকাশের পর রাজ্যের স্বরাষ্ট্র দফতরের তরফে একটি নির্দেশিকায় জানানো হয়েছে, রাজ্য সরকার শ্রমিকদের পাশে দাঁড়াবে৷ তাদের পাশে থাকার জন্য দু’লক্ষ টাকা করে ক্ষতিপূরণ অর্থ সাহায্য করে সাহায্য করা হবে বলেও স্বরাষ্ট্র দফতরের তরফে টুইটে বার্তা দেওয়া হয়েছে৷