‘বাংলায় অক্সিজেন উৎপাদন কেন্দ্র প্রয়োজন, ফের প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

‘বাংলায় অক্সিজেন উৎপাদন কেন্দ্র প্রয়োজন, ফের প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

কলকাতা: করোনা রোগের চিকিৎসায় চাহিদামত অক্সিজেনের যোগান বৃদ্ধি করতে রাজ্য সরকার হাসপাতালগুলিতে দ্রুত অক্সিজেন প্লান্ট বসানোর দাবি জানিয়ে কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়েছে৷ কেন্দ্রীয় সরকার রাজ্যের হাসপাতালগুলিতে অক্সিজেন সরবরাহ করার জন্য যে প্লান্ট তৈরির সিদ্ধান্ত নিয়েছিল, তা এখনও বেশিদূর এগোয়নি বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে জানিয়েছেন৷

পাশাপাশি রাজ্যের জন্য অক্সিজেন বরাদ্দের পরিমাণ প্রতিদিন কমে যাচ্ছে বলে তিনি চিঠিতে অভিযোগ করেছেন৷ কেন্দ্রের কাছে ৭০টি অক্সিজেন প্লান্ট তৈরির দাবি জানান হলেও প্রথম দফায় এখনও পর্যন্ত মাত্র চারটি প্লান্ট পাওয়া গিয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন৷ বর্তমান পরিস্থিতিতে দ্রুত এবং স্বচ্ছতার সঙ্গে প্লান্ট তৈরির জন্য এজেন্সির মাধ্যমে নির্মাণকারী সংস্থা নির্বাচন করার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ কভিডের বিরুদ্ধে লড়াইয়ে মুখ্যমন্ত্রী কেন্দ্রের কাছে আরও একবার যৌথ সহযোগিতার আবেদন করেছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *