আরও বাড়বে লকডাউনের মেয়াদ? বড় ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী

আরও বাড়বে লকডাউনের মেয়াদ? বড় ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী

 

কলকাতা: করোনা পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই লকডাউন ঘোষণা করেছে কেন্দ্র সরকার৷ আগামী ১৪ এপ্রিল লকডাউনের মেয়াদ শেষ হওয়ার কথা৷ কিন্তু, আদৌ সেই লকডাউন ১৪ তারিখ উঠবে কি না সে ব্যাপারে এবার জল্পনা ভাঙলেন মুখ্যমন্ত্রী৷ লকডাউন পরিস্থিতি বিবেচনা করতে ইতিমধ্যেই তিনটি টাস্ক ফোর্স গঠনের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী৷ পাশাপাশি করোনা পরিস্থিতি নিয়ে এখনই লকডাউন উঠে যাচ্ছে কি না, কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রসঙ্গ তুলে বেশ কিছু ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী৷

আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘১৪ তারিখ পর্যন্ত কেন্দ্র সরকার লকডাউন ঘোষণা করে রেখেছে৷ তারপর কী হবে, আমি জানি না৷ আমাকে সুদীপ বন্দ্যোপাধ্যায় রিপোর্ট করছিলেন, প্রধানমন্ত্রী বলেছেন যে, এই তো টুইটারেও দেখছিলাম৷ খবরে দেখছিলাম, লকডাউন হয়তো বাড়তে পারে এটা বলছে৷ কিন্তু যতক্ষণ আমরা সরকারিভাবে তথ্য না পাবো, ততক্ষণ আমরা এই ব্যাপারে কোনও কথা বলতে পারব না৷ তার কারণ আমাদের দেখতে হবে, কেন্দ্র সরকার কী সিদ্ধান্ত নেই৷ উই আর ওয়েটিং এন্ড ওয়াচিং দ্য সিচুয়েশন৷ এই পরিস্থিতিতে আমাদের কাজ আমাদের করে দিতে হবে৷’’ তবে, লকডাউন বাড়ানো হলেও কড়াকড়ি হোক, কিন্তু বাড়াবাড়ি না হয়, তা নিশ্চিত করতে হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ লকডাউন পরিস্থিতি পর্যোলচনা করতে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী-সহ হোটেল ব্যবসায়ীদের সঙ্গে আগামীকাল বিকালে নবান্নে বৈঠক করা হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

লকডাউন পরিস্থিতি বিবেচনা করতে ইতিমধ্যেই তিনটি টাস্ক ফোর্স গঠনের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী৷ জানিয়েছেন করোনা পরিস্থিতি বিবেচনা করার জন্য, অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা জন্য এই টাস্ক ফোর্স কাজ করবে৷ বলেন, ‘‘আজ আমরা সরকারের পক্ষ থেকে তিনটি টাস্ক ফোর্স তৈরি করেছি৷ একটা টাস্ক ফোর্স তৈরি করা হয়েছে মুখ্যসচিবের নেতৃত্বে৷ একটা অর্থনৈতিক সংস্কারের জন্য, অর্থ সচিবের তত্ত্বাবধানে৷ আর একটা পাসপোর্ট তৈরি করা হয়েছে এনফোর্সমেন্ট টাস্ক ফোর্স স্বরাষ্ট্রদপ্তরের অধীনে কাজ করবে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বাংলার ৭টি পরিবারে করোনা আক্রান্ত ৫৫, তথ্য দিলেন মুখ্যমন্ত্রী

বাংলার ৭টি পরিবারে করোনা আক্রান্ত ৫৫, তথ্য দিলেন মুখ্যমন্ত্রী

কলকাতা: করোনার জেরে ক্ষতিগ্রস্ত দেশের অর্থনীতি৷ নোটবন্দির পর এবার গৃহবন্দি৷ করোনা মহামারী কেটে যাওয়ার পর কীভাবে রাজ্যের আর্থিক অবস্থার হাল উন্নতি করা যায়, তা নির্দিষ্ট করতে উপদেষ্টা কমিটি তৈরি করার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ একই সঙ্গে বাংলায় কোথায় কত করোনা আক্রান্ত? নবান্ন থেকে তথ্য তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

সোমবার দুপুর সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী বলেন, সোমবার ১২টা পর্যন্ত রাজ্যে ৬১ জনের শরীরে করোনা সক্রিয় রয়েছে৷ আক্রান্তদের মধ্যে ৫৫ জন ৭টি পরিবারের সদস্য৷ কালিম্পংয়ের পরিবারের ১১ জন করোনা আক্রান্ত৷ কমান্ড হাসপাতালের চিকিৎসক পরিবারের পাঁচ জন করোনা আক্রান্ত৷ তেহট্টের একই পরিবারের সাত জন আক্রান্ত৷ এগরার একই পরিবারের ১২ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ হাওড়ার একটি পরিবারের ৮ জন করোনা আক্রান্ত৷ কলকাতায় ১২ জন করোনা আক্রান্ত৷ বাংলায় এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত হয়েছে ৩ জনের৷ হলদিয়ার ২ জনের শরীরে করোনার হদিশ মিলেছে৷ রাজ্যের নতুন করে আরও এক করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন৷ করোনাকে হারিয়ে সুস্থ হয়ে ফিরেছেন ১৩ জন৷

আজ সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী বলেন, গ্লোবাল অ্যাডভাইজরি বোর্ডে আপাতত নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় থাকবেন৷ ওই বোর্ডে থাকবেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রাক্তন রিজিওনাল ডিরেক্টর ড. স্বরূপ সরকার৷ পরে বিশেষ ওই কমিটির সদস্য সংখ্যা বাড়ানো হতে পারে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ এই কমিটির বিষয়ে আজ বিকেল পাঁচটা নাগাদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি ফোনে কথা বলবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *