কলকাতা: করোনা পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই লকডাউন ঘোষণা করেছে কেন্দ্র সরকার৷ আগামী ১৪ এপ্রিল লকডাউনের মেয়াদ শেষ হওয়ার কথা৷ কিন্তু, আদৌ সেই লকডাউন ১৪ তারিখ উঠবে কি না সে ব্যাপারে এবার জল্পনা ভাঙলেন মুখ্যমন্ত্রী৷ লকডাউন পরিস্থিতি বিবেচনা করতে ইতিমধ্যেই তিনটি টাস্ক ফোর্স গঠনের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী৷ পাশাপাশি করোনা পরিস্থিতি নিয়ে এখনই লকডাউন উঠে যাচ্ছে কি না, কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রসঙ্গ তুলে বেশ কিছু ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী৷
আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘১৪ তারিখ পর্যন্ত কেন্দ্র সরকার লকডাউন ঘোষণা করে রেখেছে৷ তারপর কী হবে, আমি জানি না৷ আমাকে সুদীপ বন্দ্যোপাধ্যায় রিপোর্ট করছিলেন, প্রধানমন্ত্রী বলেছেন যে, এই তো টুইটারেও দেখছিলাম৷ খবরে দেখছিলাম, লকডাউন হয়তো বাড়তে পারে এটা বলছে৷ কিন্তু যতক্ষণ আমরা সরকারিভাবে তথ্য না পাবো, ততক্ষণ আমরা এই ব্যাপারে কোনও কথা বলতে পারব না৷ তার কারণ আমাদের দেখতে হবে, কেন্দ্র সরকার কী সিদ্ধান্ত নেই৷ উই আর ওয়েটিং এন্ড ওয়াচিং দ্য সিচুয়েশন৷ এই পরিস্থিতিতে আমাদের কাজ আমাদের করে দিতে হবে৷’’ তবে, লকডাউন বাড়ানো হলেও কড়াকড়ি হোক, কিন্তু বাড়াবাড়ি না হয়, তা নিশ্চিত করতে হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ লকডাউন পরিস্থিতি পর্যোলচনা করতে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী-সহ হোটেল ব্যবসায়ীদের সঙ্গে আগামীকাল বিকালে নবান্নে বৈঠক করা হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
লকডাউন পরিস্থিতি বিবেচনা করতে ইতিমধ্যেই তিনটি টাস্ক ফোর্স গঠনের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী৷ জানিয়েছেন করোনা পরিস্থিতি বিবেচনা করার জন্য, অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা জন্য এই টাস্ক ফোর্স কাজ করবে৷ বলেন, ‘‘আজ আমরা সরকারের পক্ষ থেকে তিনটি টাস্ক ফোর্স তৈরি করেছি৷ একটা টাস্ক ফোর্স তৈরি করা হয়েছে মুখ্যসচিবের নেতৃত্বে৷ একটা অর্থনৈতিক সংস্কারের জন্য, অর্থ সচিবের তত্ত্বাবধানে৷ আর একটা পাসপোর্ট তৈরি করা হয়েছে এনফোর্সমেন্ট টাস্ক ফোর্স স্বরাষ্ট্রদপ্তরের অধীনে কাজ করবে৷’’