কলকাতা: অযোধ্যায় রাম মন্দির ইস্যুতে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ফের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ নাম না করে নবান্ন থেকে সরাসরি খারিজ করে দিলেন প্রধানমন্ত্রীর ‘রাম-স্বাধীনতা’র মন্তব্য৷
অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপুজোয় অংশ নিয়ে মন্দির আন্দোলনকে স্বাধীনতা আন্দোলনের সঙ্গে তুলনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ মোদীর এই মন্তব্যের বিরুদ্ধে তীব্র কটাক্ষ করেছিল বামেরা৷ ব্রিটিশদের ‘চরবৃত্তি’র করার অভিযোগ তুলে মোদীর দলকে একহাত নিয়েছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র৷ এবার কিছুটা দেরি হলেও মোদীর সেই ‘রাম আন্দোলনের স্বাধীনতা’র মন্তব্যকে খারিজ করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
বৃহস্পতিবার নবান্নে থেকে নাম না করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘স্বাধীনতা দিবস আমাদের কাছে সবচেয়ে বড় দিন৷ স্মরণীয় দিন৷ ঐতিহাসিক দিন৷ গণতান্ত্রের দিন৷ এই দিনের সঙ্গে অন্য কোনও দিনের তুলনা হয় না৷’’ এরপর কবিতার মাধ্যমে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, এই দিনটি আমাদের জীবনের সব থেকে স্মরণীয় ও বরণীয় দিন৷ ফলে, অন্য কোনও দিনের সঙ্গে এর সঙ্গে তুলন হয় না৷’’ একইসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘স্বাধীনতা দিবস উপলক্ষ্যে করোনা পরিস্থিতির মধ্যে এই বছর কেউ বাইরে কোনও বড় অনুষ্ঠান করবেন না৷ সবাই নিজের নিজের ঘরে পতাকা তুলুন৷ আমরাও ছোট অনুষ্ঠান করব৷’’