কলকাতা: আম বাঙালির মননে রয়েছে দুর্গোৎসব৷ নিউ নর্মালে মাস্ক, স্যানিটাইজার, দূরত্ববিধি নিয়ে শুরু হতে চলেছে এবারের পুজো৷ যতই করোনা সংক্রমণ থাকুক, বাঙালির পার্বনের প্রস্তুতি থামছে না৷ বাঙালির সেই পার্বনে আজ থেকেই সূচনা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ বিকেল থেকে পুজো মণ্ডব উদ্বোধন পর্ব শুরু করবেন মুখ্যমন্ত্রী৷ ক্যালেন্ডারে পুজো শুরু হতে এখনও ১০দিন বাকি থাকলেও আজ থেকেই উৎসবের ঢাকে কাঠি পড়তে চলেছে৷ কলকাতা সহ গোটা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতি বছর পুজোর উদ্বোধনের জন্য বায়না নিয়ে ‘দিদি’র কাছে হাজির হন আয়োজক ভাইরা৷ কিন্তু, এবারও তার ব্যথিক্রম না ঘটলেও করোনা পরিস্থিতি কিছুটা বদলে দিয়েছে৷
পরিবেশ আর পরিস্থিতি খুব একটা প্রতিকূল না থাকলেও করোনা সতর্কতা বিধি মাথায় রেখে চলছে আয়োজন৷ এখনও পর্যন্ত প্রায় ১৫ হাজার আমন্ত্রণ পৌঁছে গিয়েছে নবান্নের ১৪তলায়৷ তাতে একই দাবি, মুখ্যমন্ত্রীর হাতে উদ্বোধন হোক মণ্ডব৷ ডাক ও অনলাইনেও পৌঁছে গিয়েছে আমন্ত্রণপত্র৷
নবান্ন সূত্রের খবর, করোনা সতর্কতা মাথায় রেখে আজ বিকেলে বেশ কয়েকটি মণ্ডব উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী৷ পরে তৃণমূলের মুখপত্রের পুজো সংখ্যারও উদ্বোধন করার কথা রয়েছে তাঁর৷ ‘জাগো বাংলা’র উৎসব সংখ্যা আজ বিকালে প্রকাশিত হবে নজরুল মঞ্চে৷ ওই অনুষ্ঠানের দর্শক ও শ্রোতাদের প্রাপ্তির ‘সৃষ্টি’! পুজোর গানের অ্যালবাম৷ ৭টি গানেরই গীতিকার ও সুরকার মমতা বন্দ্যোপাধ্যায় নিজে৷ গেয়েছেন ইন্দ্রনীল,রূপঙ্কর, মনোময়, লোপামুদ্রারা৷ আজ সেই অনুষ্ঠান সেরে মুখ্যমন্ত্রী চেতলা অগ্রগামীর পুজোর উদ্বোধনে যাবেন৷
বর্তমান সঙ্কটপর্বে আর্থিক প্রতিকূলতা দূর করতে ইতিমধ্যেই প্রতিটি পুজো কমিটিকে ৫০ হাজার টাকা অনুদান দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী৷ শুরু হয়ে গিয়েছে সেই প্রক্রিয়া৷ মহিষাসুরমর্দিনীর আবাহনের আয়োজন ‘করোনাসুরের’ দাপটের কথা মাথায় রেখে পুজোর গাইডলাইন তৈরি হয়েছে৷ পুলিশ ও প্রশাসনের যাবতীয় শর্ত মেনে চলারও নির্দেশ দিয়েছে৷ উৎসব নিয়ে সতর্ক করছে কেন্দ্র৷ উৎসব নয়, করোনা সতর্কতা পালন করে পুজো করারও পার্তা দিয়েছে কেন্দ্র৷ কিন্তু, তার মধ্যেও আজ থেকেই চালু হচ্ছে পুজোর প্রথম পর্ব৷