করোনা আবহে এই প্রথম উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, নজরে ৫ জেলা

করোনা আবহে এই প্রথম উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, নজরে ৫ জেলা

8cc0b16c80635e404ac980175e22598d

 

কলকাতা: করোনা আবহে বদলে গিয়েছে প্রশাসনিক কাজের ধরন৷ করোনা মহামারীর মধ্যেও সর্তকতা বিধি মাথায় রেখে চলছে প্রশাসনিক কাজ৷ লকডাউন থেকে শুরু করে আনলক পর্ব, এক দিনের জন্যও থামেনি প্রশাসনের কাজ৷ স্বশরীরে উপস্থিতর বদলে বেড়েছে প্রশাসনিক কাজে অনলাইন নির্ভরতা৷ এবার অনলাইন নির্ভরতা কাটিয়ে আনলক-৪ পর্বে জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ উত্তরবঙ্গ থেকে শুরু করবেন প্রশাসনিক বৈঠকের কাজ৷

করোনা আবহে এই প্রথম উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আগামী ২১ সেপ্টেম্বর উত্তরবঙ্গ সফরে যাবেন তিনি৷ আগামী ২২ ও ২৩ সেপ্টেম্বর উত্তরবঙ্গের ৫ জেলার প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী৷ করোনা পরিস্থিতির পর মুখ্যমন্ত্রীর এই প্রথম উত্তরবঙ্গ সফল হলেও প্রায় ছ’মাস পর মালদহ সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

জানা গিয়েছে, আগামী ২১ সেপ্টেম্বর শিলিগুড়ি পৌঁছাবেন মুখ্যমন্ত্রী৷২২ সেপ্টেম্বর জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে জেলায় প্রশাসনিক বৈঠক হবে৷ এরপর ২৩ তারিখ দার্জিলিং, কালিম্পং ও কোচবিহার জেলায় প্রশাসনিক বৈঠক করবেন তিনি৷ মূলত এই বৈঠকে প্রশাসনিক কাজ নিয়ে ব্যস্ত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এরপর ২৪ তারিখের কলকাতায় ফিরবেন তিনি৷ মুখ্যমন্ত্রীর এই সফল ঘিরে শুরু হয়েছে প্রশাসনিক তৎপরতা৷

করোনা আবহে মুখ্যমন্ত্রীর এই উত্তরবঙ্গ সফরে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল৷ এমনিতেই করোনাকে কেন্দ্র করে উত্তরবঙ্গের চিকিৎসা পরিকাঠামো নিয়ে ইতিমধ্যেই ক্ষোভ জমেছে সাধারণের মধ্যে৷ করোনা পরীক্ষা করানো, বের্ড, হাসপাতাল নিয়েও রয়েছে সাধারণের নানান অভিযোগ৷ যথাযথ চিকিৎসার পরিসেবা না মেলারও অভিযোগ উঠেছে উত্তরবঙ্গ থেকে৷ সংক্রমণের হার যথেষ্ট উদ্বেগের৷ আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে উত্তরবঙ্গের করো না পরিস্থিতি সরজমিনে খতিয়ে মুখ্যমন্ত্রী বার্তা স্পষ্ট করতে চান বলে মনে করছেন রাজনৈতিক দলের একাংশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *