কলকাতা: বিপুল জনাদেশ নিয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তৃতীয়বারে তাঁর মন্ত্রিসভাতেও ছিল বড় চমক৷ প্রবীণ তো বটেই, তিনি ভরসা দেখিয়েছিলেন তরুণদের উপরেও৷ ফের রদবদলের পথে মুখ্যমন্ত্রী৷ আসতে চলেছে নতুন মুখ৷ অমিত মত্রি মন্ত্রীত্ব ছাড়ার কথা ঘোষণা করেছেন৷ জানা গিয়েছে অর্থ মন্ত্রকের দায়িত্ব নিজের হাতেই রাখতে চাইছেন তিনি৷ অন্যদিকে অর্থ মন্ত্রকের প্রতিমন্ত্রী করা হতে পারে চন্দ্রিমা ভট্টাচার্যকে৷
আরও পড়ুন- নোট বাতিলের বর্ষপূর্তিতে বিজেপিকে একহাত ডেরেকের, ‘খোঁচা’ কংগ্রেসকেও
সূত্রের খবর, মমতার মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন দিনহাটায় রেকর্ড ভোটে জয়ী উদয়ন গুহ এবং শান্তিপুরের তরুণ মুখ ব্রজকিশোর গোস্বামী৷ মে মাসে তৃতীয় বারের জন্য সরকার গঠন করে তৃণমূল কংগ্রেস৷ পরে ফের পাঁচটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে। উপনির্বাচনে লড়েন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রতিটিতে কেন্দ্রেই জয়ী হয় তৃণমূল৷ তবে রেকর্ড ভোটে দিনহাটা কেন্দ্র থেকে জয়ী হন প্রাক্তন বিধায়ক উদয়ন গুহ। বিজেপি প্রার্থীকে ১ লক্ষ ৬১ হাজারের বেশি ভোটে বিজেপি প্রার্থীকে পরাজিত করেন৷ বিজেপি প্রার্থীর জামানত জব্দ হয়ে যায়৷ তবে ৬ মাস আগে এই কেন্দ্রেই মাত্র কয়েকটি ভোটের জন্য বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের কাছে পরাজিত হয়েছিলেন উদয়ন। মন্ত্রিসভার রদবদলে ঠাঁই হতে পারে উদয়নের৷
অন্যদিকে, ফিরহাদ হাকিম এবং জ্যোতিপ্রিয় মল্লিককে আরও একটি বা দুটি দফতরের বাড়তি দায়িত্ব দেওয়া যেতে পারে বলে মনে করা হচ্ছে৷ প্রসঙ্গত, ফিরহাদ হাকিম রাজ্যের পরিবহণ মন্ত্রী৷ জ্যোতিপ্রিয় হাতে রয়েছে বনদফতরের দায়িত্ব। অন্যদিকে পুর ও নগরোয়ন্নন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে করা হতে পারে অর্থ প্রতিমন্ত্রী। অর্থাৎ চন্দ্রিমাকে নিজের ডেপুটি হিসাবে রাখতে চলেছেন মমতা।