আপনার উচিত আমার চেয়ারে এসে বসা, রাজ্যপালকে ফের ‘পত্রাঘাত’ মুখ্যমন্ত্রীর!

আপনার উচিত আমার চেয়ারে এসে বসা, রাজ্যপালকে ফের ‘পত্রাঘাত’ মুখ্যমন্ত্রীর!

কলকাতা: আরও বাড়ল রাজ্য-রাজ্যপাল সংঘাত৷ রাজ্যপালের জোড়া চিঠির জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ রাজ্যপালের ২০টি অভিযোগ উদ্ধৃত করে কড়া জবাব দিয়েছেন মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

চিঠিতে রাজ্যপালের ভাষা অপমানজনক নজিরবিহীন৷ স্বাধীন ভারতে কোন রাজ্যপাল এমনটা কখনও করেনি৷ দেশের সাংবিধানিক ও রাজনৈতিক ইতিহাসে নজিরবিহীন ঘটনা৷ মুখ্যমন্ত্রীর প্রতি নিম্নমানের ভাষা প্রয়োগের নজির নেই৷ সুপ্রিম কোর্টের বিভিন্ন রায় উল্লেখ করে রাজ্যপালকে পত্রাঘাত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ রাজ্যপালের সীমাবদ্ধতার কথা চিঠিতে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী৷ সরকারের কাজ সহমত নাহলে আমাকে জানান৷ মন্ত্রী-আধিকারিকদের চিঠি দিয়ে প্রকাশ্যে আনছেন কেন? রাজ্যপালের জোড়া চিঠির উত্তর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, গণতন্ত্রে সমস্ত ক্ষমতার উৎস সাধারণ মানুষ৷ সব জনপ্রতিনিধির দায়বদ্ধতা ও একাধিক কাজ থাকে৷ যার সঙ্গে মনোনীত সদস্যদের কোনও মিল নেই৷ নিয়মিত নির্বাচনের মধ্য দিয়ে সরকার তৈরি হয়৷ মুখ্যমন্ত্রী নেতৃত্বে মন্ত্রিসভা প্রশাসনিক দায়িত্ব পালন করে৷ মুখ্যমন্ত্রী রাজ্যের প্রধান৷ রাজ্যপালের প্রশাসনিক ভূমিকা পালনের চেষ্টা অভিপ্রেত নয়৷ এভাবেই চিঠিতে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

মুখ্যমন্ত্রীর আরও দাবি, আপনি আমার কিংবা সরকারের কোনও কাজে সঙ্গে সম্মত না হতে পারেন৷ সে ক্ষেত্রে বিষয়গুলি আমার কাছে তুলে ধরতে পারেন৷ কিন্তু তারপরও যদি আপনি সন্তুষ্ট না হন, দুর্ভাগ্যবশত আপনার হাতে আর কোনও ক্ষমতা নেই৷ যতক্ষণ সরকারের উপর আইনসভা ভরসা রয়েছে, সত্য সবসময় তেতো হয়, এটাই সাংবিধানিক বাস্তবতা৷ আপনি যদি এটা মেনে নিতে না পারেন, তাহলে আপনার উচিত আমার চেয়ারে বসা৷ আমি নিশ্চিত এই চিঠির জবাব আপনি দেবেন৷ কিন্তু আমার জবাব না দেওয়ার অধিকার আছে৷ কারণ দেশের অন্যতম বড় রাজ্যের প্রধান হিসাবে, এর চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ কাজ আছে আমার৷

পাল্টা দিয়েছেন রাজ্যপাল টুইটারে লিখেছেন, মুখ্যমন্ত্রীর লেখা চিঠির জবাব পেয়েছি৷ করোনা পরিস্থিতির উপর মনোনিবেশ করুন মুখ্যমন্ত্রী৷ মানুষের যন্ত্রণা মোকাবিলায় সবাইকে নিয়ে কাজ করুন৷ মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়ায় কোনও সারবত্তা পায়নি৷ বাস্তব ও আইনি দিক থেকে কোনরকম সারবত্তা পায়নি৷ সহযোগিতার বিষয়টি প্রশংসা করছে৷ একযোগে কাজ করার জন্য অনুরোধ করছি৷ আমরা এখন আকাশ ভেঙে পড়ার মুখোমুখি৷ আশা করি, সবাই ভূমিকা পালন করবেন৷ বর্তমান পরিস্থিতিতে নয়, আমি অনেক কিছু বুকে চেপে রেখেছি৷ কিন্তু মনে হচ্ছে, এখন তা বের না করলে উপায় নেই৷ মুখ্যমন্ত্রীর চিঠির জবাব দেওয়া হবে৷ পাল্টা টুইট করেছেন রাজ্যপাল৷

 

গত ২৩ ও ২৪ এপ্রিল রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে যে চিঠি দিয়েছিলেন, তার পরিপ্রেক্ষিতে আজ মুখ্যমন্ত্রী জবাব দিয়েছেন৷ ওই চিঠিতে রাজ্যপাল যে যে বিষয়ে অভিযোগ তুলেছিলেন, সেই সমস্ত অভিযোগগুলি উদ্ধৃত করে মুখ্যমন্ত্রী তাঁর চিঠিতে নিজের অবস্থান স্পষ্ট করেছেন৷ ২০টি অভিযোগের ভিত্তিতে দিয়েছেন কড়া জবাব৷ মুখ্যমন্ত্রী সার্বিকভাবে রাজ্যপালকে জানিয়েছেন, নির্বাচিত মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একজন মনোনীত রাজ্যপাল যেভাবে আক্রমণ করছেন, তা কখনোই কাঙ্খিত নয়৷অপ্রত্যাশিত ঘটনা বলেও বিষয়টি উল্লেখ করা হয়েছে৷

চিঠিতে রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলেন, সাংবিধানিকভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরোপুরি ব্যর্থ৷ গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করছেন মুখ্যমন্ত্রী৷ তিনি মানবাধিকার লঙ্ঘন করছেন৷ রাজনীতির নামে নাটক করছেন৷ রাজকোষ লুট করছেন৷ রাজ্যপালের এই অভিযোগের কড়া জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ জানিয়েছেন, রাজ্যপালের এত নিম্নমানের ভাষা নজিরবিহীন৷ দেশের সাংবিধানিক ও রাজনৈতিক ইতিহাসে বিরল ঘটনা৷ রাজ্যপালকে চ্যালেঞ্জ জানিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দেশে কোনও রাজ্যপাল এইভাবে কোন নির্বাচিত মুখ্যমন্ত্রীকে এই ধরনের শব্দবন্ধ প্রয়োগ করে ধারাবাহিকভাবে অভিযোগ করেননি৷ এমন কোন নজির সাংবিধানিক ইতিহাসে নেই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + 7 =