নয়াদিল্লি: কলেজ ও বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত বর্ষের পরীক্ষা না নেওয়ার বিষয়ে আগেই নিজের অবস্থান জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ খোদ প্রধানমন্ত্রীকে জানিয়েছিলেন, ইউজিসির নির্দেশ পূণর্বিবেচনা করতে৷ কলেজ-বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নিয়ে খুব দ্রুত রায় ঘোষণা করতে পারে দেশের শীর্ষ আদালত৷ এবার করোনা আবহে এবার মেডিক্যালের সর্বভারতীয় অভিন্ন প্রবেশিকা পরীক্ষা (NEET) ও সর্বভারতীয় জয়েন্ট পরীক্ষার (JEE) নিয়ে কেন্দ্রের কাছে নিজের অবস্থান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
আজ সোমবার টুইট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে লিখেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শেষ ভিডিও কনফারেন্সেও পরীক্ষা নিয়ে তিনি তাঁর আবস্থান জানিয়েছিলেন৷ আগামী সেপ্টেম্বরের মধ্যে কলেজ-বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত বর্ষের পরীক্ষা বাধ্যতামূল করা ইউজিসির নির্দেশিকার বিরুদ্ধেও তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছিলেন৷ করোনা আবহে পরীক্ষা নেওয়া পড়ুয়াদের জীবনকে বড়সড় বিপদের মুখে ঠেলে দেওয়ারও আশঙ্কা টুইটারে করেছেন মুখ্যমন্ত্রী৷
ইতিমধ্যেই কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, মেডিক্যালের সর্বভারতীয় অভিন্ন প্রবেশিকা পরীক্ষা (NEET) ও সর্বভারতীয় জয়েন্ট পরীক্ষার (JEE) পরীক্ষা পিছিয়ে দেওয়া হবে না৷ নির্ধারিত দিনেই পরীক্ষা হবে৷ কিন্তু, সেই সিদ্ধান্ত পরিবর্তনের জন্য দেশের বিভিন্ন প্রান্ত আর্জি জানানো হয়েছে৷ প্রশ্ন তুলেছেন খোদ রাহুল গান্ধী৷ পরীক্ষা দিতে গিয়ে কোনও পরীক্ষার্থী সংক্রমিত হলে তার দায় কে নেবে? টুইটারে সরব হয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী৷
গোটা দেশজুড়ে চলতে থাকা পরীক্ষা বিতর্কের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘‘সেপ্টেম্বরের মধ্যে মেডিক্যালের সর্বভারতীয় অভিন্ন প্রবেশিকা পরীক্ষা (NEET) ও সর্বভারতীয় জয়েন্ট পরীক্ষার (JEE) পরীক্ষা আয়োজন নিয়ে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের নির্দেশিকা আরও একবার মূল্যয়ক করে দেখার৷ করোনা আবহে পরীক্ষার নির্দেশ বিপদের বিষয়টি মূল্যায়ন করে দেখা প্রয়োজন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ পরিস্থিতি সহায়ক না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখার জন্য কেন্দ্রের আবেদনও জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ পড়ুয়াদের জন্য সুরক্ষিত পরিবেশ নিশ্চিত রাষ্ট্রের কর্তব্য বলেও কেন্দ্রকে মনে করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ তবে, বিতর্কের আহবে আদৌও পরীক্ষা পিছিয়ে যাবে না, কিংবা কেন্দ্রের তরফে সিদ্ধান্ত পূণর্বিবেচনা করা হবে কি না, তা নিয়ে ধোঁয়াশা থাকছেই৷
মুখ্যমন্ত্রী টুইটারে লেখেন, ‘‘সেপ্টেম্বরে NEET ও JEE পরীক্ষা নিয়ে কেন্দ্রের কাছে পরীক্ষা স্থগিত রাখার আবেদন জানাচ্ছি৷ পড়ুয়াদের সুরক্ষিত রাখা আমাদের কর্তব্য। এর আগে প্রধানমন্ত্রী সঙ্গে শেষ ভিডিও কনফারেন্সে সেপ্টেম্বরের মধ্যে কলেজ-বিশ্ববিদ্যালয়ে ফাইনাল পরীক্ষা নিয়ে ইউজিসির নির্দেশিকা জারি বিরুদ্ধে আমি সরব হয়ে ছিলাম৷ এই সিদ্ধান্ত পড়ুয়াদের বিপদে পড়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেলাম৷’’