২৫০০ শূন্যপদে নিয়োগ থেকে করোনা চিকিৎসা, শারদ উপহার মুখ্যমন্ত্রীর

২৫০০ শূন্যপদে নিয়োগ থেকে করোনা চিকিৎসা, শারদ উপহার মুখ্যমন্ত্রীর

কলকাতা: পুজোর আগে কোভিড পরিস্থিতি মোকাবিলায় শারদ উপহার স্বরূপ একগুচ্ছ ঘোষণা রাজ্য সরকারের৷ সোমবার নবান্ন থেকে স্বাস্থ্য সংক্রান্ত এই ঘোষণাগুলি করেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়৷ তিনি জানান, কিছুদিনের মধ্যে রাজ্যের বিভিন্ন কোভিড হাসপাতালে ২৪৭৫ জন নার্সকে নিযুক্ত করবে রাজ্য সরকার৷ একইসঙ্গে পুজোর সময় সর্বত্র সতর্কতার স্বার্থে প্রশাসনের সর্বস্তরে জরুরি পরিষেবা, কোভিড পরিষেবার সঙ্গে যুক্ত আধিকারিক ও কর্মীদের ছুটি বাতিল করা হচ্ছে বলেও জানান তিনি৷ একইসঙ্গে তিনি জানিয়েছেন, পরবর্তী সময়ে এই ছুটি নিতে পারবেন তারা৷

স্বাস্থ্য দফতরের আধিকারিক ও কর্মীরা পুজোর কটা দিন ২৪x৭ কাজ করবেন বলেও জানান মুখ্যসচিব৷ ছুটি বাতিল করা হয়েছে স্বাস্থ্য দফতরের কর্মী ও আধিকারিকদের৷ মুখ্যসচিব আরও জানিয়েছেন, পুজোর সময় সর্বক্ষন খোলা থাকবে নবান্নের কন্ট্রোল রুম৷ স্বাস্থ্য সংক্রান্ত জরুরী ভিত্তিতে সাধারণ মানুষ ১০৭০, ২২১৪৩৫২৬ এই ফোন নম্বরে কন্ট্রোল রুমে ফোন করতে সাহায্য চাইতে পারবে৷ পাশাপাশি কোভিড টেস্ট, অ্যাম্বুলেন্সের ভাড়া ও করোনা রোগীদের শয্য সংখ্যা নিয়েও আরও বেশ কয়েকটি ঘোষণা করেন মুখ্যসচিব৷

মুখ্যসচিব জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে বেসরকারি কোভিড টেস্টের মুল্য ২২৫০ টাকা থেকে কমিয়ে করা হচ্ছে ১৫০০ টাকা৷ অন্যদিকে সরকারী অ্যাম্বুলেন্স বিনামূল্যে কোভিড রোগীদের পরিষেবায় পাওয়া গেলেও অনেকসময় সাধারণ মানুষ বেসরকারী অ্যাম্বুল্যান্স ভাড়া করে৷ সেই অ্যাম্বুলেন্সের ভাড়া যাতে অবিলম্বে কম করা হয় তার জন্য সংশ্লিষ্ট রেগুলেটরি কমিশনের কাছে আর্জি জানানো হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে৷ সেই ভাড়া যাতে ন্যায্য সহনশীল স্তরে নামিয়ে আনা হয় সেই আর্জিই জানানো হয়েছে৷

পাশাপাশ পুজোর আগে রাজ্যের কোভিড স্বাস্থ্য পরিষেবা উন্নত করতে হাসপাতালগুলি কোভিড শয্যা সংখ্যা বাড়াচ্ছে রাজ্য সরকার৷ সোমবার থেকে থেকে বাঙ্গুরে ৫৬ টি নতুন টি বেড চালু হবে৷ রাজ্যের বিভিন্ন হাসপাতালে ৪৯৬ টি বেড চালু হবে আগামী ২-৩ সপ্তাহের মধ্যে৷ মোট ৫০ শতাংশ বেড সংখ্যা বাড়াচ্ছে রাজ্য সরকার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 8 =