বিশ্বভারতী-কাণ্ডে SP-র প্রশংসায় পঞ্চমুখ মুখ্যমন্ত্রী, ‘ভেরি গুড’ বলেন মমতা!

বিশ্বভারতী-কাণ্ডে SP-র প্রশংসায় পঞ্চমুখ মুখ্যমন্ত্রী, ‘ভেরি গুড’ বলেন মমতা!

কলকাতা: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের মেলার মাঠে পাঁচিল তোলাকে কেন্দ্র করে বেলাগাম তাণ্ডব দেখেছে গোটা বাংলা৷ বুলডোজার আনিয়ে বিশ্বভারতী ক্যাম্পাস চত্বরে তাণ্ডব, তৃণমূল বিধায়কের নেতৃত্বে বেপরোয়া মিছিলকে কেন্দ্র করে ইতিমধ্যেই তপ্ত বাংলা রাজনীতির ময়দান৷ গোটা ঘটনায় সরাসরি পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সিবিআই তদন্তের দাবি জানিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ৷ দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে মামলা৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজেও তাঁর অবস্থান জানিয়ে দিয়েছেন৷ এবার ফের নবান্ন থেকে পুলিশ সুপারকে প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

আজ নবান্নে প্রশাসনিক ভার্চুয়াল বৈঠকে অংশ নেন মুখ্যমন্ত্রী৷ পশ্চিমাঞ্চলের জেলাগুলিকে নিয়ে প্রশাসনিক বৈঠক করেন তিনি৷ বৈঠকের শেষ লগ্নে জেলার পুলিশ সুপারদের উপস্থিতি ও তাঁদের কাজকর্মের খতিয়ান নেন মুখ্যমন্ত্রী৷ একে একে পুলিশ সুপারদের নাম করে ডাকতে থাকেন৷ জানতে চান তাঁদের কাজ৷ পুলিশ সুপারদের নাম ধরে ডাকতে ডাকতে বীরভূম জেলা পুলিশ সুপারের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী৷

বাঁকুড়া জেলার পুলিশ সুপারের পর বীরভূম জেলার এসপির নাম ধরে উপস্থিতি জানাতে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এরপর পুলিশ সুপারকে প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘তুমি নাকি সাইকেল চালিয়ে, ধুতি পাঞ্জাবি পায়জামা পড়ে সাইকেল চালিয়েছো? ভেরি গুড৷ অভিনন্দন৷ ভেরি গুড৷ শান্তি রক্ষা করা আমাদের কাজ৷’’ যদিও এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, তিনি কোনও ভাবেই চান না, পাঁচিল নির্মাণ হোক৷ বিশ্বভারতীতে মেলার মাঠে পাঁচিল তোলার আপত্তির পিছনে সৌন্দর্যের কারণ তুলে ধরেন মুখ্যমন্ত্রী৷ এবার সরাসরি পুলিশ সুপারকে প্রশাংসা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে পর্যবেক্ষক মহল৷

গত রবিবার সকালে সাইকেল চালিয়ে আশ্রমিকদের বাড়িতে যান বীরভূমের পুলিশ সুপার৷ বিশ্বভারতী প্রাচীর নির্মাণকাণ্ডে তথ্য সংগ্রহে নামেন তিনি৷ আশ্রমিকদের বাড়ি-বাড়ি গিয়ে কথা বললেন বীরভূম জেলার পুলিশ সুপার শ্যাম সিংহ-সহ বোলপুর ও শান্তিনিকেতন, ২ থানার আধিকারিকরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − eight =