ফের লকডাউনের পথে বাংলা? আতঙ্ক নয়, স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী

ফের লকডাউনের পথে বাংলা? আতঙ্ক নয়, স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী

 

কলকাতা: বিধানসভা নির্বাচনে উত্তাপে তপ্ত বাংলা৷ ভোটের উত্তাপ বৃদ্ধির পাশাপাশি পাল্টা দিয়ে বাড়ছে করোনা৷ সংক্রমণ ও মৃত্যুর হার আতঙ্ক বাড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে৷ পরিস্থিতির গুরুত্ব বুঝে এবার একগুচ্ছ পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ করোনার দ্বিতীয় ঢেউয়ে আতঙ্কের কোন কারণ নেই রাজ্যবাসীর৷ টাস্কফোর্স গঠন করা হয়েছে বলে অভয় দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ করোনার দ্বিতীয় ঢেউ রুখতে ফের কি ঘরবন্দির সিদ্ধান্ত নিতে পারে রাজ্য? মালদহে সংবাদমাধ্যমের মুখোমুখি জবাব দিলেন মুখ্যমন্ত্রী৷

মালদহের পার্ক হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, নির্বাচনী প্রচারের জন্য বাইরে থেকে প্রচুর মানুষ আসছেন৷ ফলে, বাংলায় সংক্রমণের হার বাড়ছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্য সরকার সবরকম পদক্ষেপ নিচ্ছে৷ টাস্ক ফোর্স গঠনের কাজ শুরু করা হয়েছে৷ করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্যে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী৷

করোনার দ্বিতীয় ঢেউ রুখতে একগুচ্ছ সরকারি পদক্ষেপের বিষয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আরও সাড়ে চার হাজার বেড বাড়ানো হবে৷ ২০০ সেফ হোমে থাকছে ১১ হাজার বেড৷ বিভিন্ন হোটেলে সেফহোম তৈরি হবে৷  আরও ৪ হাজার করোনা বেড বাড়বে৷ বাংলাজুড়ে ৪০০ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে বলে জানা গিয়েছে৷

বেলাগাম করোনার দ্বিতীয় ঢেউ রুখতে ইতিমধ্যেই দিল্লি সরকার ৭ দিনের জন্য লকডাউন ঘোষণা করেছে৷ এর আগে নাইট কার্ফু জারি ছিল রাজধানী দিল্লিতে৷ এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছেন, বাংলায় কোনও ভাবেই নাইট কার্ফু জারি হবে না৷ সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, ‘‘এখনই লকডাউন জারির কোনও পরিকল্পনা নেই৷ লকডাউন করলেই কি সব বদলে যাবে? নাইট কার্ফু করে কিছুই হবে না৷ এটা কোনও সমাধান নয়৷’’ -ফাইল ছবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 5 =